হোয়াইট হাউজে ব্রিফিং

বাংলাদেশে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
  ১১ জানুয়ারি ২০২৪, ১২:০৫

অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন এবং গণতান্ত্রিক চর্চায় বাংলাদেশের নাগরিকদের আকাঙ্ক্ষা পূরণে যুক্তরাষ্ট্র সমর্থন অব্যাহত রাখবে। স্থানীয় সময় বুধবার (১০ জানুয়ারি) এক ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়কারী জন কিরবি এ কথা জানান।
দ্য গার্ডিয়ান এই নির্বাচনকে ‘বিরোধী দলের ওপর নির্মম দমন-পীড়ন দ্বারা আচ্ছাদিত’ নির্বাচন হিসাবে বর্ণনা করেছে। আর ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, ‘বাংলাদেশ বাইডেনের গণতন্ত্র প্রচারের সীমাবদ্ধতা দেখিয়েছে।’ বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে আপনার পূর্বের অঙ্গীকার এবং নির্বাচনের আগে ভিসা নিষেধাজ্ঞা নীতিমালা ঘোষণার আলোকে গণতন্ত্র প্রচারের ক্ষেত্রে বাইডেন প্রশাসনের সীমাবদ্ধতা সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কী?
জবাবে জন কিরবি বলেন, ‘আমরা স্পষ্টতই এখনও বিশ্বজুড়ে কার্যকর, প্রাণবন্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গুরুত্বে বিশ্বাস করি। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য- অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন এবং গণতন্ত্রিক চর্চার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কিছুই পরিবর্তিত হয়নি।’
আরেক প্রশ্নে সাংবাদিক জানতে চান, ‘নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে ইউনূসের উল্লেখযোগ্য অবদান বিবেচনায় বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট বাইডেন কি অবগত আছেন?’
এর জবাবে জন কিরবি জানান, তিনি এই প্রশ্নটি নিয়েছেন এবং পরবর্তী সময়ে তার উত্তর জানাবেন।