হারিয়ে গেল নয় বছরের মেয়ে হেভেন 

ডেস্ক রিপোর্ট
  ১৩ জানুয়ারি ২০২৪, ১১:৩৮

নয় বছরের মেয়ে হেভেন ব্যানটন হারিয়ে গেছে। তাঁকে খুজে পাওয়া যাচ্ছে না। পুলিশ খুঁজছে তাকে। মেয়েটিকে পাওয়া যাচ্ছে না বৃহস্পতিবার বিকেল থেকে। নিউইয়র্কের ব্রাউনসভিলে হেভেন ব্যানটনকে সবশেষ দেখা গেছে ব্রুকলিনে বৃহস্পতিবার বেলা ২:৩০ মিনিটে। পিএস/আইএস ৩২৩ থেকে চেস্টার স্ট্রিটের দিকে বেরিয়ে যাচ্ছিলো সে।
এনওয়াইপিডি জানিয়েছে, হেভেন স্কুল শেষে বের হয়ে আসে। কাছেই ৬ ব্লক পর তার বাড়ি। ব্রাউনসভিল-ক্যানারসি সীমান্তের কাছেই এই বাড়িটি।
৪ ফুট ৯ ইঞ্চি উচ্চতার হেভেন ব্যানটনের ওজন ৯০ পাউন্ড।
সাদাকালো লং-স্লিভ শার্ট ও কালো প্যান্ট পরে ছিলো হেভেন। পায়ে কালো জুতো। হেভেনের খোঁজ পেলে ক্রাইম স্টপারসের ১-১৮০০-টিআইপিএস এ জানাতে বলেছে এনওয়াইপিডি।