প্রথমবারের মতো ম্যাগনেট হাইস্কুল তৈরি হচ্ছে নিউইয়র্কে 

ডেস্ক রিপোর্ট
  ১৩ জানুয়ারি ২০২৪, ১১:৪৩

কেন্দ্রীয় সরকারের ৩০ মিলিয়ন ডলার গ্র্যান্ট নিয়ে নিউইয়র্কে প্রথমবারের মতো ম্যাগনেট হাইস্কুল তৈরি করতে যাচ্ছে সিটি কর্তৃপক্ষ। মেয়র মেরিক অ্যাডামস ও স্কুল চ্যান্সেলর ডেভিড ব্যাংকস শুক্রবার এই ঘোষণা দেন।
ফেডারেল ডিপার্টমেন্ট অব এডুকেশন থেকে এই তহবিল আসছে যা দিয়ে ব্রঙ্কস ও ম্যানহাটনের ছয়টি বর্তমান পাবলিক স্কুলকে ৫ বছর ধরে সহায়তা দেওয়া হবে। সিটি হলের পাঠানো সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ম্যাগনেট স্কুল হচ্ছে সেই সব পাবলিক স্কুল যেখানে শিক্ষার্থীদের তাদের স্কুলের লেখাপড়ার পাশাপাশি বিশেষ কারিকুলাম দিয়ে বাস্তব জগতের প্রয়োজনীয়তার সাথে তাল মিলিয়ে তৈরি করা হয়। বহু জাতি বর্ণের শিক্ষার্থীরা যাতে এর অংশ হতে পারে সেটাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।
এছাড়াও শিক্ষার্থীরা এই কর্মসূচির আওতায় তাদের শিক্ষাক্ষেত্রের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে তাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারবে যাতে তারা উন্নত কলেজে যেতে পারে এবং ক্যারিয়ার গঠনে প্রস্তুত হয়।
এরিক অ্যাডামস তার বিবৃতিতে বলেন, প্রতিদিনই তার প্রশাসন শিক্ষার্থীদের সরাসরি উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ করছে। তাদের হাতে তুলে দিচ্ছে সফলতার পথে হাঁটার প্রয়োজনীয় টুলগুলো।
ম্যাগনেট স্কুলগুলো শিক্ষার্থীদের হাতেকলমে শিক্ষার সুযোগ তৈরি করে দেব।।
যে স্কুলগুলো এই তালিকায় রয়েছে সেগুলোর মধ্যে ব্রঙ্কস ইন্টার ডিস্ট্রিক্ট ম্যাগনেট কনসোরটিয়ামের ল্যবরেটরি স্কুল অব ফিন্যান্স অ্যান্ড টেকসনোলজি, হাইস্কুল ফর টিচিং অ্যান্ড দ্য প্রফেশনস, ব্রঙ্কস হাইস্কুল ফর দ্য ভিজ্যুয়াল আর্টস
ম্যানহাটানের ইন্টার-ডিস্ট্রিক্ট ম্যাগনেট কনসর্টিয়ামের স্কুলগুলো হচ্ছে এসপারানজা প্রিপারেটরি অ্যাকাডেমি, সিটি কলেজ অ্যাকাডেমি অব আর্টস ও জ্যাকুলিন কেনেডি ওনাসিস হাইস্কুল।