ব্রুকলিনে ২ ঘণ্টায় ৪ ডাকাতি

ডেস্ক রিপোর্ট
  ১৫ জানুয়ারি ২০২৪, ১৬:০৯

ব্রুকলিনে দুই ঘণ্টার ব্যবধানে চারটি ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার সকালে ব্রুকলিনের উইলিয়ামসবার্গ ব্রিজের কাছাকাছি এলাকায় মাত্র পাঁচ ব্লকের মধ্যে চারটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি হয়।
সিকিউরিটি ফুটেজ থেকে দেখা গেছে একজন ডাকাত ল্যাভেন্ডার লেক এ সামনের দরজার কাচ ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। পুলিশ বলেছে ভোর ৪টার দিকে প্রথম ঘটনাটি ঘটে। ব্যবসা প্রতিষ্ঠানটির সামনের দরজা ভেঙ্গে ভিতরে ক্যাশ রেজিস্টার থেকে ১৮০০ নিয়ে যায়।
এর পরেই কাছের ওয়াইথ স্ট্রিটে একটি রেস্টুরেন্টে হানা দেয় ওই ব্যক্তি। ভোর ৫:৩০ মিনিটের দিকে সেই রেস্টুরেন্টের সেফ থেকে ৯০০০ ডলার নিয়ে নেয়।
অপর যে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি হয় তার একটি গ্রোসারি। সেখানেও দরজা ভেঙ্গে ঢুকে পড়ে এই ডাকাত
ল্যাভেন্ডার লেকের ম্যানেজার কোডি হাল্যান্ড বলেছেন, ঘটনাটি তাকে বিষ্মিত করেছে।
সকালে দোকানে ঢুকেই তিনি দেখতে পান ভেতরে সবকিছু ভাঙচুর করা হয়েছে। এমনটা ঘটতে পারে তাদের কল্পনাতেও ছিলো না। তবে ঘটনাটি যে ঘটিয়েছে দোকানটি সম্পর্কে তার ধারণা ছিলো, এমনটাই মনে করছেন হাল্যান্ড।
শুধু গ্লাস ভেঙ্গে প্রবেশ করাই নয়, ডাকাত সেফ কেটে তার ভেতর থেকে অর্থ বের করে নিয়েছে। ধরে নেওয়া যায় স্টিল কাটার ব্যাপারে তার দক্ষতা রয়েছে। সেফের ভেতরেও ৬০০ ডলার ছিলো যা সে নিয়ে গেছে।
পুলিশ বলেছে তারা সবগুলো ঘটনারই তদন্ত করছে।