৭.৫ মিলিয়ন নিউইয়র্কার ভিন্নভাষায় কথা বলে। যুক্তরাষ্ট্রে নিউইয়র্কেই সেই ধরনের মানুষ সবচেয়ে বেশি রয়েছে যারা অন্তত দুটি ভাষায় কথা বলে। এই নগরীতে ৮০০টির বেশি ভাষার ব্যবহার রয়েছে।
নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। ইন্টারঅ্যাকটিভ ম্যাপের মাধ্যমে পরিচালিত জরিপে দেখা গেছে দ্বিতীয় ভাষা ব্যবহারকারীর সংখ্যা এই স্টেটে সবচেয়ে বেশি। কথায় আছে আমেরিকানরা তাদের সীমান্তের বাইরে ভাবতেই পারে না। কিন্তু গতানুগতিক এই ধারনাকে ভেঙ্গে দিয়ে বলা হচ্ছে- বাস্তবে আমেরিকানরা এখন বিশ্বভ্রমণে আগ্রহী এবং বিশ্বের বিভিন্ন ভাষাভাষির মানুষের সম্পর্কেও তাদের আগ্রহ বাড়ছে।
টেস্ট প্রেপ ইনসাইট নামের সংস্থাটির পরিচালনায় এই জরিপে আমেরিকানদের মধ্যে অন্য ভাষা শেখার আগ্রহ কতটুকু তা দেখা হয়। তাতে দেখা যায় কথাবার্তা চালানোর সুবিধার্থে তারা স্প্যানিশ, ফ্রেঞ্চ কিংবা ম্যান্ডারিয়ান শিখছেন। অন্য একটি মাতৃভাষা জানেন কিংবা অন্তত বুঝতে পারেন এমন ৩০০০ মানুষের ওপর জরিপটি চালানো হয়। জরিপে যারা ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলেন, তাদের বাদ রাখা হয়। স্প্যানিশ-স্পিকিং মেক্সিকান আমেরিকানরা এই জরিপের আওতাভুক্ত নন।
নিউইয়র্কের পরে সবচেয়ে বেশি বহুভাষী মানুষের বসবাস রোড আয়ল্যান্ড, নিউ মেক্সিকো, নিউ জার্সি, নিউ হ্যাম্পশায়ার ও ক্যালিফোর্নিয়া। সবচেয়ে কম বহুভাষীর বাস আইওয়া, ইদাহো, মেইনে, দেলওয়ার ও অ্যালাবামা।
এর মধ্যে ৩৩ শতাংশ শিক্ষা সংক্রান্ত কারণে, ২৬ শতাংশ ভ্রমণ সুবিধার জন্য, ২৩ শতাংশ ব্যক্তিগত আগ্রহে ও ১৮ শতাংশ ব্যবসায়ী কারণে অন্যভাষা শেখে। ভাষার মধ্যে ৩৭ শতাংশ শেখে স্প্যানিশ, ২০ শতাংশ ফ্রেঞ্চ, ১০ শতাংশ জাপানিজ, ৮ শতাংশ ইতালীয়, ৭ শতাংশ জার্মান, ৬ শতাংশ রুশ, ৫ শতাংশ আরবীয়, ২ শতাংশ পর্তুগিজ ও ১ শতাংশ হিন্দি।