ব্রুকলিনে নিজ বাড়িতে ছেলের হাতে বাবা খুন

ডেস্ক রিপোর্ট
  ২৫ জানুয়ারি ২০২৪, ১২:৩৩

২০ জানুয়ারী শনিবার সন্ধ্যায় ব্রুকলিনের একটি বাড়ির ভিতরে জ্যাকব এবং রাচেল স্পার্বার নামক এক বয়স্ক দম্পতির ভয়ঙ্কর হত্যাকাণ্ডের তদন্ত চালিয়েছেন ব্রুকলিন গোয়েন্দারা। আইন প্রয়োগকারী সূত্র জানিয়েছে যে, বয়স্ক দম্পতি তাদের নিজের ছেলে দ্বারা ছুরিকাঘাত হয়েছে বলে আশঙ্কা করছেন। পুলিশ সূত্র জানিয়েছে যে, নিহত জ্যাকব এবং রাচেল স্পার্বারের ৪৬ বছর বয়সী ছেলে এই হত্যাকাণ্ডের পরে বাড়ির ভিতরে নিজেকে ব্যারিকেড দিয়ে আটকে রাখেন এবং পুলিশদের উপস্থিতি টের পেয়ে পুলিশের  সাথে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় এক ঘন্টা চেষ্টার পরে পুলিশ স্পার্বার এর ছেলেকে হেফাজতে নিতে সক্ষম হোন। নিউইয়র্ক পোস্ট অনুসারে, লোকটিকে স্ট্রেচারে বেঁধে রাখা অবস্থায় হেফাজতে নেওয়া হয়। 
নিহত দম্পত্তির ছেলের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করা হয়েছে। তবে রবিবার সকাল পর্যন্ত মামলাটি মুলতুবি ছিল - এবং NYPD তাকে সন্দেহের ব্যক্তি হিসাবে রেখেছে। পুলিশ জানিয়েছে, ২০ জানুয়ারী বরো পার্কের ৪৫তম স্ট্রিটের ১১০০ ব্লকে জ্যাকব এবং রাচেল স্পার্বারের বাড়ির ভিতরে বিকেল ৫টা ২০ মিনিটে ঘটনাটি ঘটে। ৬৬ প্রিসেন্ট এবং এনওয়াইপিডি ইমার্জেন্সি সার্ভিসেস ইউনিটের অফিসাররা ৯১১ নম্বরে কল পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। ঘটনাস্থলে প্রবেশ করার পর, পুলিশ জ্যাকব এবং র‍্যাচেল স্পার্বারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। উভয়ের বয়স ৭৫ বছর। তাদের সমস্ত শরীর জুড়ে ছুরিকাঘাতের ক্ষত ছিল। দম্পতিকে দ্রুত মাইমোনিডিস  মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে। 
পুলিশ অ্যাপার্টমেন্ট বিল্ডিংটি ঘিরে রেখেছে দেখে প্রতিবেশীরাও স্তম্ভিত হয়ে যান। ৫৬ বছর বয়সী প্রতিবেশী রবিন ক্লার্ক নরকীয় দৃশ্যটি দেখে এটাকে একটা ট্র্যাজেডি বলে অবহিত করেন। তিনি বলেন, আমি আশা করি সব কিছু শান্তিপূর্ণভাবে সমাধান হবে।
হত্যাকাণ্ডের উদ্দেশ্য বর্তমানে পরিষ্কার নয়। তবে এই হত্যাকাণ্ডটি সম্প্রদায়কে ভীষণভাবে নাড়া দিয়েছে। স্থানীয়রা এ ঘটনায় হতবাক। ৭২ বছর বয়সী প্রতিবেশী এসথার ম্যাকক্লিয়ারি বলেন, এটা সম্প্রদায়ের জন্য খুবই দুঃখজনক। এমন দৃশ্য এর আগে কখনো দেখিনি।