জর্ডানে নিহত ৩ সেনার নাম প্রকাশ যুক্তরাষ্ট্রের

নতুনধারা
  ৩০ জানুয়ারি ২০২৪, ১২:৪৯

আন্তর্জাতিক ডেস্ক
জর্ডানে ড্রোন হামলায় নিহত তিন মার্কিন সেনার নাম ও ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সরকার। সিরিয়া সীমান্তের কাছে জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলীয় রুকবানে রবিবার (২৮ জানুয়ারি) ড্রোন হামলায় তারা নিহত হন। ওই হামলায় আরও ৪০ মার্কিন সেনা আহত হয়েছে। হামলার জন্য ইরান সমর্থিত গোষ্ঠীকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।
মার্কিন সামরিক সদরদপ্তর পেন্টাগন জানিয়েছে, নিহত তিন সেনা হচ্ছেন, সার্জেন্ট উইলিয়াম জেরোম রিভারস (৪৬), কেনেডি ল্যাডন স্যান্ডার্স (২৪) এবং ব্রেওনা অ্যালেক্সান্ড্রিয়া মফেট (২৩)।
পেন্টাগন জানিয়েছে, নিহত তিন সেনা জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট মুরে অবস্থিত একটি সেনা রিজার্ভ ইউনিট থেকে এসেছিলেন। সিরিয়ায় রুকবানে মার্কিন ঘাঁটি ‘টাওয়ার ২২’ এর হাউজিং ইউনিটে একটি ড্রোন আঘাত করলে তারা নিহত হন।
নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ইউএস আর্মি রিজার্ভ কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জোডি ড্যানিয়েলস। তিনি বলেন, আর্মি রিজার্ভের পক্ষ থেকে, নিহত সেনাদের পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাই। তাদের সেবা ও আত্মত্যাগ ভুলে যাওয়ার নয়।
জেনারেল ড্যানিয়েলস বলেন, এই ট্র্যাজেডির পেছনে যাদের হাত রয়েছে, তাদের ওপর প্রতিশোধ নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
মূলত যুক্তরাষ্ট্র এই হামলার জন্য ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীকে দায়ী করেছে। যদিও হামলার দায় স্বীকার করেছে ইরাকের নতুন একটি সশস্ত্রগোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স।
তবে মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, ইরানের এই হামলার পেছনে হাত রয়েছে। কেননা, হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানের তৈরি শাহেদ ড্রোন। একমুখী হামলায় ব্যবহৃত এই ড্রোন এর আগে ইরান রাশিয়াকে সরবরাহ করেছে।
এ নিয়ে পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেছেন, হামলাটি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-সমর্থিত মিলিশিয়ারা চালিয়েছে। এই মিলিশিয়ারা লেবাননের হিজবুল্লাহর প্রতিচ্ছবি।
পেন্টাগন মুখপাত্র আরও বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে আমরা ব্যবস্থা নেব এবং আমাদের বাহিনীর ওপর হামলার জবাব দেব।
যদিও এই হামলায় সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, প্রতিরোধ বাহিনী নিজেদের দেশ বা ফিলিস্তিনিদের রক্ষায় কী করবে, না করবে, সেই সিদ্ধান্ত দেওয়ার সঙ্গে ইরান জড়িত নয়।
ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব বলেন, ইরানের সঙ্গে জোটবদ্ধ আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের নিজস্ব বিবেচনার ভিত্তিতে ‘মার্কিন আগ্রাসকদের’ জবাব দেয়।