এনওয়াইপিডি'র ২ অফিসারকে বেধড়ক পিটুনি

ডেস্ক রিপোর্ট
  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৩

বেধরক পিটুুনি খেলেন এনওয়াইপিডি'র দুই কর্মকর্তা। নিউইয়র্কের ম্যানহাটনে একটি মাইগ্র্যান্ট শেল্টারের সামনে সোমবার এই ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে দেখা যায় একদল ব্যক্তি ওই দুই কর্মকর্তাকে মাটিতে ফেলে লাথি-ঘুষি মারছে। রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে এনওয়াইপিডির দুই কর্মকর্তা ২২০ ওয়েস্ট ৪২ স্ট্রিটে আশ্রয়কেন্দ্রটির সামনে উচ্ছৃঙ্খল একদল ব্যক্তিকে শান্ত করার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে তারা কর্মকর্তাদের ওপর চড়াও হয় আঘাত করতে শুরু করে। পুলিশের দুই কর্মকর্তা এতে মাটিতে পড়ে যান। পরে তাদের লাথি ও ঘুষি মারতে থাকে হামলাকারীরা। আহতরা দুই জনই মিডটাউন সাউথ প্রিসিন্কটের এদের মধ্যে একজন লেফটেন্যান্ট ও একজন পুলিশ সদস্য। তাদের মুখমণ্ডল কেটে ছিড়ে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। ঘটনাস্থলেই তাদের চিকিৎসা দেওয়া হয়।
মঙ্গলবার পর্যন্ত পুলিশ অন্তত ৫ জনকে এই ঘটনায় গ্রেফতার করেছে। আরও অন্তত চারজনকে খুঁজছে পুলিশ। এছাড়াও সন্দেহভাজন রয়েছে আরও ৭ জন।
হামলার পর তারা সকলেই ৪২ স্ট্রিট ধরে সেভেনথ এভিনিউর দিকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হচ্ছেন ব্রুকলিনের ইয়রম্যান রেভেরন, ২৪, মিসিসিপির ডারউইন এনড্রেস গোমেজ-ইজকুয়েল, ১৯, কুইন্সের উইলসন জুয়ারেজ, ২১ এবং ব্রুকলিনের কেলভিন সারভিটা আরোচা, ১৯।
তাদের সকলের বিরুদ্ধেই পুলিশের ওপর হামলা, গ্যাং অ্যসল্ট, প্রশাসনিক কাজে বাধা ও উচ্ছৃঙ্খলতার অভিযোগ আনা হয়েছে।
আটককৃত অপর একজনের নাম জোয়ান বোয়াডা, ২২, যাকে হোমলেস বলে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
পরে এদের ম্যানহাটন ক্রিমিনাল কোর্টে হাজির করে অভিযোগ নথিভুক্ত করার পর জামিন ছাড়াই ছেড়ে দেয় পুলিশ।