ট্রাম্প থেকে ইলন মাস্ক এপস্টিন ফাইলে নাম জড়িয়েছে কাদের?

ডেস্ক রিপোর্ট
  ১৯ নভেম্বর ২০২৫, ২৩:৫৬
আপডেট  : ২০ নভেম্বর ২০২৫, ০০:০২

দোষী সাব্যস্ত প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টিনের বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টের নথিগুলো প্রকাশে বাধ্য করতে মঙ্গলবার একটি প্রস্তাব পাস করেছে রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত হাউস অব রিপ্রেজেন্টেটিভস।

এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশে কয়েক মাস ধরে বিরোধিতার পর এ অবস্থান থেকে সরে আসেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

রয়টার্স জানায়, ট্রাম্পের আকস্মিক অবস্থান বদলের দুই দিন পর প্রস্তাবটি পাস হয় ৪২৭-১ ভোটে। এ প্রস্তাব পাসের মধ্য দিয়ে এপস্টিনের বিষয়ে গোপনীয় নয় এমন সব নথি বিবেচনার জন্য দিতে হবে সিনেটকে।

এপস্টিন ফাইলে নাম রয়েছে দেশের রাজনিতিবিদ থেকে সাংবাদিক এমনকি বাদ যায়নি রাজ পরিবারের সদস্যরাও।

এক নজরে ফাইলে থাকা ব্যক্তিদের নাম-

রাজনীতিবিদ এবং রাজপরিবার

  • ডনাল্ড ট্রাম্প - প্রেসিডেন্ট
  • বিল ক্লিনটন – সাবেক প্রেসিডেন্ট
  • ল্যারি সামারস – সাবেক ট্রেজারি সেক্রেটারি এবং হার্ভার্ডের সভাপতি
  • রবার্ট এফ কেনেডি জুনিয়র - সেক্রেটারি অফ হেলথ
  • প্রাক্তন প্রিন্স অ্যান্ড্রু, ইয়র্কের ডিউক - রাজা তৃতীয় চার্লসের ভাই
  • সারা ফার্গুসন - ডাচেস অফ ইয়র্ক

সাংবাদিক এবং লেখক

  • মাইকেল উলফ – সাংবাদিক, কলামিস্ট এবং লেখক
  • পেগি সিগাল - প্রচারক
  • নোয়াম চমস্কি – ভাষাবিদ এবং অধ্যাপক

আইন ও অর্থায়ন

  • অ্যালান ডারশোভিটজ – আইনজীবী
  • গ্লেন ডাবিন – হেজ তহবিল ব্যবস্থাপক
  • ইভা অ্যান্ডারসন-ডাবিন –সাবেক মিস সুইডেন, গ্লেন ডাবিনের স্ত্রী
  • লেস ওয়েক্সনার - এল ব্র্যান্ডসের প্রতিষ্ঠাতা
  • অ্যাবিগেল ওয়েক্সনার - লেস ওয়েক্সনারের স্ত্রী
  • ক্যাথরিন রুমলার – প্রাক্তন হোয়াইট হাউস কাউন্সেল

ব্যবসা এবং প্রযুক্তিগত পরিসংখ্যান

  • ইলন মাস্ক – কোটিপতি উদ্যোক্তা
  • পিটার থিয়েল - কোটিপতি বিনিয়োগকারী
  • টম প্রিটজকার – টাইকুন এবং সমাজসেবী
  • জিন-লুক ব্রুনেল - প্রাক্তন মডেলিং এজেন্ট
  • ফ্রেডেরিক ফেক্কাই – সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট
  • আলেকজান্দ্রা ফেক্কাই – ফ্রেডেরিক ফেক্কাইয়ের পুত্র

বিনোদন এবং মিডিয়া

  • মাইকেল জ্যাকসন - পপ তারকা
  • মিক জ্যাগার – রোলিং স্টোনসের ফ্রন্টম্যান
  • কোর্টনি লাভ - গায়ক
  • নাওমি ক্যাম্পবেল - মডেল
  • ক্রিস টাকার - অভিনেতা/কৌতুকাভিনেতা
  • মার্লা ম্যাপলস – ট্রাম্পের সাবেক স্ত্রী
  • টিফানি ট্রাম্প - ডোনাল্ড ট্রাম্প এবং মারলা ম্যাপলসের মেয়ে

এপস্টাইন অ্যাসোসিয়েটস এবং স্টাফ

  • ঘিসলাইন ম্যাক্সওয়েল - এপস্টিনের সাবেক বান্ধবী, দোষী সাব্যস্ত
  • সারা কেলেন - প্রাক্তন সহকারী
  • আদ্রিয়ানা মুচিনস্কা – প্রাক্তন সহকারী,
  • নাদিয়া মার্সিনকোভা - বন্ধু/সহযোগী,
  • জো জো ফন্টানেলা - বাটলার
  • ব্রেন্ট টিন্ডাল – শেফ
  • মার্ক এপস্টিন – জেফ্রি এপিস্টিনের ভাই
  • এমি টেলর – ম্যাক্সওয়েলের প্রাক্তন সহকারী

অন্যান্য নাম

  • ডানা বার্নস
  • ডগ ব্যান্ড - বিল ক্লিনটনের সহকারী
  • এরিক গ্যানি
  • শেরিডান গিবসন-বাট
  • শেলি হ্যারিসন
  • ভিক্টোরিয়া হ্যাজেল
  • ফরেস্ট সয়ার
  • ডেভিড মুলেন
  • জো প্যাগানো
  • ক্রিস্টি রজার্স
  • প্যাটসি রজার্স
  • মারিৎজা ভাসকেজ – জিন-লুক ব্রুনেলের প্রাক্তন হিসাবরক্ষক
  • শ্যারন রেনল্ডস
  • কোর্টনি ওয়াইল্ড
  • মার্ক জেফ – নিউ ইয়র্ক ডেকোরেটর
  • কেলি স্প্যাম
  • আলেকজান্দ্রা ডিক্সন
  • রিকার্ডো লেগোরেত্তা - মেক্সিকান ডিজাইনার

তবে এপসটিনের নথিতে উল্লেখ থাকা মানে এই নয় যে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা কোনও অন্যায় করেছেন।