নিউইয়র্কের সাবওয়েগুলোতে অপরাধ বেড়েছে ৫০ শতাংশ। ২০২৪ সালের জানুয়রিতে যতগুলো অপরাধ রেকর্ড করা হয়েছে এক বছর আগে এই মাসে সংঘঠিত অপরাধের চেয়ে তা ৫০ শতাংশ বেশি বলে জানিয়েছে এনওয়াইপিডি।
এনওয়াইপিডির নথি থেকে এই তথ্য নিশ্চিত করা গেছে। এদিকে যাত্রীদের সঙ্গে কথা বলেও একই রকম ভয়াবহ ভরিস্থিতির কথা জানা গেছে।
সাবওয়ে রাইডার ডেনিজ থমাস বলেন, ট্রেনে বসে সবসময়ই সতর্ক থাকতে হয়, সারাক্ষণ ঘাড়ের উপর দিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখি, সবসময় চোখ-কান খোলা রাখতে হয়। নিজের নিরাপদের দিকটি নিজেকেই দেখতে হয়।
তিনি বলেন, পুলিশকে খেয়াল রাখতে হবে যাতে হোমলেসরা ট্রেনে উঠে পড়তে না পারে। তারা উঠেই যত সমস্যার সৃষ্টি করতে থাকে।
প্যাট্রিক হু নামে অপর একজন যাত্রী বললেন, ঘরে স্ত্রী-বাচ্চা রয়েছে, আমাকে তাই সব সময়ই সতর্ক থাকতে হবে। সাবওয়েতে কখন কোন বিপদ আসবে, তা বলা মুশকিল।
প্রায়শই সাবওয়েতে ঘটছে নানাবিধ অপরাধী ঘটনা। যথন তখন আইন ভঙ্গ হচ্ছে। ২০২৪ সালের জানুয়ারি মাসে গত বছরের তুলনায় এমন আইনভঙ্গের ঘটনা বেড়েছে ৮৮.৭ শতাংশ। মারাত্মক অপরাধের ঘটনা ঘটেছে ৫৩টি। যা আগের বছর ছিলো ৪০ টি। ডাকাতির সংখ্যা ১২ শতাংশ বেড়েছে বলেও জানিয়েছে এনওয়াইপিডি। সার্বিকভাবে এবছর ১ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত আগের বছরের তুলনায় ৪৭,৮ শতাংশ বেড়েছে।
গেলো বছর এমটিএ সাবওয়েতে ১০০ কোটি ট্রিপের রেকর্ড করেছে। এ অবস্থায় সাবওয়ের নিরাপত্তা ও যাত্রীদের আস্থা বাড়ানো জরুরি।