নিউ ইয়র্ক সিটির যে আসনে লড়বেন ল্যান্ডার, সমর্থন মামদানির

ডেস্ক রিপোর্ট
  ১১ ডিসেম্বর ২০২৫, ২১:৪১

নিউ ইয়র্ক সিটির ১০ আসনে কংগ্রেস নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন সিটির হিসাবরক্ষক ব্র্যাড ল্যান্ডার।
এ সিদ্ধান্তে ইতোমধ্যেই সমর্থন জানিয়েছেন সিটির মেয়র পদে নির্বাচিত জোরান মামদানি।
ল্যান্ডারের সমর্থনে মামদানি বলেন, ‘ব্র্যাডের অটল নীতি, গভীর জ্ঞান ও আন্তরিকতা তাকে একজন সত্যিকারের নেতা করে তুলেছে। তিনি আমার একজন বিশ্বস্ত সহযোগী।
‘তাকে সমর্থন জানাতে পেরে আমি গর্বিত। কারণ আমি জানি যে তিনি তাদের জন্য কাজ করবেন যাদের সরকারের সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন।‘
নিউ ইয়র্ক সিটির হিসাবরক্ষক পদে ল্যান্ডারের মেয়াদ শেষ হবে চলতি বছরের ৩১শে ডিসেম্বর। এ পদে পরবর্তী নির্বাচনে তিনি আর অংশ নিবেন না বলে নিশ্চিত করেছেন ডেমোক্র্যাটিক পার্টির এ নেতা।
পরিবর্তে ব্রুকলিন ও ম্যাহাটনের বেশ কয়েকটি এলাকা নিয়ে গঠিত নিউ ইয়র্ক সিটির ১০ আসনে প্রতিদ্বন্দীতা করবেন।
নির্বাচনী প্রচারণা শুরু করতে বুধবার রাতে ব্রুকলিনের সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখবেন ল্যান্ডার।
মামদানি ছাড়াও ট্রাম্প বিরোধী ও অভিবাসীদের পক্ষে সোচ্চার ল্যান্ডারকে সমর্থন জানিয়েছেন ডেমোক্র্যাটিক সিনেট সদস্য বার্নি সেন্ডার্স ও এলিজাবেথ ওয়ারেন, পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়ামস, নিউ ইয়র্ক স্টেইট অ্যাসেম্বলি মেম্বার রবার্ট ক্যারল প্রমুখ।
নির্বাচনী প্রচারণা শুরু করতে বুধবার ব্রুকলিনের সমর্থকদের উদ্দেশে ভাষণ দিবেন ল্যান্ডার।

তথ্যসূত্র:টিবিএন২৪