পুরোনো অভিযোগে নতুন বিতর্ক

ইলহান ওমারের সাবেক স্বামীকে ঘিরে ট্রাম্পের মন্তব্য

ডেস্ক রিপোর্ট
  ১৩ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৪

মার্কিন কংগ্রেসওম্যান ইলহান ওমারের সাবেক স্বামী আহমেদ নূর সাঈদ এলমিকে ঘিরে পুরোনো অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। সাম্প্রতিক এক রাজনৈতিক সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেন যে ইলহান ওমার ও তার সাবেক স্বামী নাকি ভাইবোন—যা অতীতেও বহুবার বিতর্ক সৃষ্টি করেছে।
এই মন্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে—ইলহান ওমারের দ্বিতীয় সাবেক স্বামী আহমেদ এলমি বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেকে “dirty dandy” নামে পরিচয় দিয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে ছবি ও পোস্ট শেয়ার করছেন, যা বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে।
ইলহান ওমার ও আহমেদ এলমির বিয়ে হয়েছিল ২০০৯ সালে এবং ২০১৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের দাম্পত্য সম্পর্ক ঘিরে অতীতে অভিবাসন সংক্রান্ত নানা অভিযোগ উঠলেও এসব বিষয়ে এখন পর্যন্ত কোনো আদালত বা সরকারি সংস্থার পক্ষ থেকে অভিযোগ প্রমাণিত হয়নি। ইলহান ওমার বরাবরই এসব দাবি অস্বীকার করে আসছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী প্রেক্ষাপটে প্রভাবশালী নেতাদের ঘিরে পুরোনো বিতর্ক নতুন করে উত্থাপন করা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন কিছু নয়। তবে এলমির বর্তমান অবস্থান বা সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম এখন পর্যন্ত কোনো ধরনের আইনি অনিয়মের প্রমাণ হিসেবে উপস্থাপিত হয়নি।
এদিকে, ট্রাম্পের মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আবারও তর্ক-বিতর্ক শুরু হয়েছে। সমর্থক ও সমালোচক—দুই পক্ষই বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন, ফলে পুরোনো অভিযোগ নতুন বিতর্কে রূপ নিয়েছে।