যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইভান্সভিলে স্থানীয় সময় বুধবার একটি ভবনে বিস্ফোরণে তিন জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। বার্তা সংস্থা এপির বরাতে সংবাদ সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
ভ্যান্ডারবার্গ কাউন্টির প্রধান ডেপুটি করোনার ডেভিড আনসন বলেন, বিস্ফোরণে নিহতের আত্মীয়দের অবহিত করার আগপর্যন্ত তাঁদের পরিচয় প্রকাশ করা হবে না।
ইভান্সভিল পুলিশ বিভাগের মুখপাত্র সার্জেন্ট আনা গ্রে বলেন, অন্তত এক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ইভান্সভিল ফায়ার বিভাগের প্রধান মাইক কনেলি জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১টার দিকে বিস্ফোরণে মোট ৩৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে কমপক্ষে ১১টি ‘বসবাসের অযোগ্য’ হয়ে পড়েছে।
বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে, অ্যালকোহল, টোব্যাকো, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো তদন্ত ঘটনাটি তদন্ত করছে।
গত পাঁচ বছরের মধ্যে এটি ছিল ওই এলাকায় দ্বিতীয় বিস্ফোরণ। এর আগে ২০১৭ সালের ২৭ জুন একটি বাড়িতে বিস্ফোরণে দুজন নিহত এবং তিন জন আহত হয়।