টেক্সাসে ইমিগ্রান্ট-বিরোধী নতুন আইন কার্যকর

অবৈধ পরিবহন করলে দশ বছরের দন্ড

ডেস্ক রিপোর্ট
  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৬

টেক্সাস স্টেট সরকার কর্তৃক গত ৬ ফেব্রুয়ারি থেকে সেই স্টেটে ইমিগ্রান্ট বিরোধী একটি নতুন আইন কার্যকরা করা নিয়ে টেক্সাস ও ক্যাপিটল হিলে টানাপোড়েন চলছে। এ টানাপোড়েন ও স্থবিরতা আসলে চলে আসছে গত বছরের নভেম্বর মাস থেকে, যখন টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবোট  এসবি৪ নামে একটি আইন ২০২৩ সালের নভেম্বরে অনুমোন করেন। আইনটি নিয়ে বিতর্ক শুরু হয়েছিল এবং ইমিগ্রেশন ইস্যুতে টেক্সাসের রিপাবলিকান নেতারা ফেডারেল সরকারকে প্রশ্নবিদ্ধ করার কারণে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত আবারও গুরুতর সংকট সৃষ্টি করেছে। ২০২৩ সালে আইনে স্বাক্ষর করার সময় অ্যাবোট বলেছিলেন, “এই আইন সীমান্ত ডিঙিয়ে অবৈধ ইমিগ্রান্টদের টেক্সাসে ব্যাপক সংখ্যায় অনুপ্রবেশ ঠেকাতে, সীমান্ত প্রাচীর নির্মাণের জন্য অতিরিক্ত তহবিল যোগাতে এবং মানব পাচার নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে। এখন যেহেতু এটি শীঘ্রই কার্যকর হবে, আমরা আইনটি কী নিয়ে হয়েছে এবং কীভাবে এটি টেক্সাসে ইমিগ্রান্টদের  প্রভাবিত করবে তা দেখেছি।”
‘এসবি৪’ আইনের গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে, টেক্সাসে ডকুমেন্টেড নয়, অর্থ্যাৎ অবৈধ ইমিগ্রান্টদের পরিবহনের সময় কোনো ব্যক্তি যদি আটক হয়, তাহলে ‘অব্যাহত মানব পাচারে’ জড়িত থাকার জন্য তাকে ন্যূনতম দশ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের দক্ষি  সীমান্তে গ্রেফতার হওয়া আনডকুমেন্টেড বা অবৈধ ইমিগ্রান্টরা গুরুতর অভিযোগের মুখে পড়তে পারেন। তাদের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি অপরাধের অভিযোগ আনা হতে পারে, যার ফলে তাদের ক্রিমিনাল রেকর্ডের ওপর ভিত্তি করে ১৮০ দিন থেকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে। তারা যদি তাদের গ্রেফতার করতে সহযোগিতা করতে অস্বীকার করে, তাহলে তাদের দন্ড সেকেন্ড ডিগ্রি অপরাধে উন্নীত হতে পারে, যার ফলে তাদের কারাদন্ড হতে পারে ২ থেকে ২০ বছর পর্যন্ত। যারা অবৈধ ইমিগ্রান্টদে লুকিয়ে রাখে তারাও বাধ্যতামূলক ন্যূনতম পাঁচ বছরের কারাদণ্ডের সম্মুখীন হবে বলে আইনে বলা হয়েছে। এ আইনের সাথে গভর্নর অ্যাবোট আরেকটি আইন অনুমোদন করেছেন, যেটি আগামী মাসে অর্থ্যাৎ মাচে কার্যকর হবে, সেটিতে লোকাল ও স্টেট সরকারের কাছে আনডকুমেন্টেড ইমিগ্রান্ট এবং সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়েছে। যারা যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে টেক্সাস স্টেট সরকার ফেডারেল সরকারের কোনো অনুমতি না নিয়েই তাদেরকে দুর্নীতির  জন্য বিচারেরমুখোমুখি করতে পারে।
ইমিগ্রান্ট রাইটস প্রবক্তরা টেক্সাস সরকারের নতুন ইমিগ্রেশন আইনের কঠোর সমালোচনা করে বলেছে যে এ আইনের মাধ্যমে একজন ইমিগ্রান্টের সুবিচার পাওয়ার ক্ষেত্রে হুমকি সৃষ্টি করা হয়েছে। টেক্সাস এসিএলইউ এর সিনিয়র বর্ডার পলিসি পরামর্শক সারা মেহতা টেক্সাসের গভর্নর অ্যাবটকে আইনি ব্যবস্থার ‘অপব্যবহার’ করার জন্য অভিযুক্ত করেছেন।  ফেডারেল আইনে কোনো স্টেট ও লোকাল সরকারকে অবৈধ ইমিগ্রান্টদের গ্রেফতার করার আগে ফেডারেল সরকারের কাছ থেকে অনুমতি নেওয়ার বাধ্যাবধকতা রয়েছে। যুক্তরাষ্ট্রের  আইন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে বাস করা একটি দেওয়ানি অপরাধ এবং ফৌজদারি অপরাধ নয়। কিন্তু টেক্সাসের নতুন আইন এই ধারণাকে পাল্টে দিয়েছে এবং ফেডারেল আইন লংঘন করে ইমিগ্রান্টদের অপরাধী হিসাবে বিবেচনা করেছে। এমনকি ইমিগ্রান্টরা যুক্তরাষ্ট্রে এসাইলাম প্রার্থনা করলেও টেক্সাসের নতুন আইনে তারা অপরাধী, যদিও এসাইলাম প্রার্থনার অধিকার আমেরিকান ও আন্তর্জাতিক আইনে স্বীকৃত।