অসহায় মানুষজনকে মানবিক আর্থিক সাহায্যের জন্য 'গোফান্ডমি' অনলাইন ভিত্তিক একটি পরিচিত ব্যবস্থা। ব্যক্তি বা পরিবারের চরম বিপন্নতায় লোকজন অনলাইনে ' গোফান্ডমি' অ্যাকাউন্ট খুলে সাহায্য গ্রহণ করে থাকে। এবারে আমেরিকার বিপন্ন মানুষ, ধনকুবের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য 'গোফান্ডমি' তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছেন এক নারী।
নিউইয়র্কে সিভিল মামলায় বিচারক আর্থার এনগরোন গত সপ্তাহে ট্রাম্পের নামে ৩৫৫ মিলিয়ন ডলারের জরিমানা পরিশোধের রায় দিয়েছেন। গোফান্ডমি তহবিলে সমপরিমাণ অর্থ সাহায্য হিসেবে উঠানোর লক্ষ্য স্থির করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি রাতের মধ্যেই তহবিলে চার হাজার সাহায্যদাতা ১ লাখ ৮৫ হাজার ডলার এ তহবিলে জমা করেছেন বলে সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে। নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেলের অফিস সূত্রে বলা হয়েছে, সুদ সহ প্রায় ৪৫০ মিলিয়ন ডলার জরিমানা পরিশোধ করতে হবে ডোনাল্ড ট্রাম্পকে।
ব্যবসায়ী এবং বিনিয়োগকারী গ্র্যান্ট কার্ডোনের স্ত্রী এলেনা কার্ডোন এ গোফান্ডমি তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। 'গোফান্ডমি' পেজে দেয়া বিবৃতিতে এলেনা কার্ডোন এক বিবৃতিতে বলেছেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে অবিচল দাঁড়াচ্ছি, যখন দেখতে পারছি নিউইয়র্কে বিচার ব্যবস্থায় তাঁর প্রতি অন্যায্য আচরণ করা হয়েছে।বিবৃতিতে তিনি বলেন, নিউইয়র্কের বিচার ব্যবস্থার এ আক্রমণ শুধু ট্রাম্পের উপরই হচ্ছে এমন নয়। যা প্রতিটি আমেরিকানের অন্যায্য আচরণ এবং আইনের অযথা যত প্রক্রিয়ার শিকারের শামিল।
জেইন ক্যারল নামের এক নারীকে পীড়নের অভিযোগে নিউইয়র্কের আদালতে সাবেক প্রেসিডেন্টের নামে এ মামলা হয়েছিল। মামলায় মোটা অঙ্কের জরিমানা ট্রাম্পের মতো ধনকুবেরকেও কাবু করতে শুরু করেছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী বলেছেন, আদালতের রায় রাজনৈতিক প্রভাবে দুষ্ট। তারা মালাটি পুনর্বিবেচনার জন্য উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন।