‘হ্যারি পটার’ স্রষ্টা, জনপ্রিয় লেখিকা জেকে রাওলিংকে এবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। সলমন রুশদির ওপর হামলার ঘটনার নিন্দা করে টুইট করার পরপরই তাকে হত্যার হুমকি দিয়ে টুইট করা হয়। রাওলিং রুশদির ওপর হামলার নিন্দা করে টুইটে লিখেছিলেন, এ ঘটনায় তিনি খুবই অসুস্থ বোধ করছেন। রুশদির আরোগ্য কামনা করছেন তিনি।
সেখানেই এক টুইটার ব্যবহারকারী জেকে রাওলিংকে লিখেছেন, ‘চিন্তা করবেন না। পরবর্তী লক্ষ্য আপনি।’
ওই টুইটার ব্যবহারকারী শুধু রাওলিংকে হত্যার হুমকিই না, একইসঙ্গে রুশদির ওপর হামলাকারীর প্রশংসাও করেছে।
গত শুক্রবার পশ্চিম নিউ ইয়র্কের শুটোকোয়া ইনস্টিটিউটে তাকে নিয়ে এক বিশেষ অনুষ্ঠানেই ছুরিকাঘাতে জখম হন প্রবীণ সাহিত্যিক সলমন রুশদি৷ ঠিক ছিল ‘আমেরিকায় শরণার্থী লেখকেরা’ বিষয়ের ওপর প্রখ্যাত সাহিত্যিকের সঙ্গে কথা বলবেন সঞ্চালক হেনরি রিস৷ তখনই আচমকাই স্টেজে উঠে পড়ে হামলাকারী।