বিনম্র শ্রদ্ধায় যুক্তরাষ্ট্রে শহীদ দিবস পালিত

ডেস্ক রিপোর্ট
  ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৩
বাংলাদেশ সোসাইটির একুশের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ড. আবু জাফর মাহমুদ

যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে গতকাল ২১ ফেব্রুয়ারি মধ্যরাতে নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় বাংলাদেশী অধ্যষিত সিটিগুলোতে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বাংলাদেশে একুশের প্রথম প্রহরে সাথে মিলিয়ে জাতিসংঘ সদর দফতরের সামনে মঙ্গলবার বেলা রাত ১টা এক মিনিটে মুক্তধারা নির্মিত অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যদিয়ে শহীদ দিবস উদযাপনের কর্মসূচি শুরু হয়। গত ৩৩ বছর ধরে নিউইয়র্কস্থ মুক্তধারা ও বাঙালি চেতনামঞ্চ যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত, নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল নাজমুল হুদা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমানসহ বিশিষ্টজনেরা ভাষা আন্দোলনের আলোকে বক্তব্য দেন।
বাংলাদেশ সোসাইটি
বাংলাদেশ সোসাইটির উদ্যোগে একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে উডসাইডের তিব্বতি কমিউনিটি সেন্টারে। অনুষ্ঠান শুরু হয় বিকাল ৫টা থেকে। এর মধ্যে ছিল আলোচনা সভা, নতুন প্রজন্মের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ১২টা ১ মিনিটে শহিদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ। বাংলাদেশ সোসাইটির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাসিডি প্যাপের প্রেসিডেন্ট ড. আবু জাফর মাহমুদ। অনুষ্ঠানাদিতে ছিল নৃত্যাঞ্জলির নৃত্য পরিবেশনা, বাংলাদেশ সোসাইটির বাংলা স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনা। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী নাজু আকন্দ, কৃষ্ণাতিথি, রোকসানা মির্জা, আলভীন চৌধুরীসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন। অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির বর্তমান এবং সাবেক কর্মকর্তা ছাড়াও কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হাতে তুলে দেন অতিথি ও সোসাইটির কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি বাংলাদেশি আমেরিকান রাজনীতিবীদ, দ্য বে ওয়েভ ও জয় বাংলাদেশ ম্যাগাজিনের সম্পাদক ও জেবিটিভির প্রেসিডেন্ট ড. আবু জাফর মাহমুদ রাষ্ট্রভাষা আন্দোলনের গভীর তাৎপর্য তুলে ধরে বলেন, রাষ্ট্রভাষা আন্দোলন এখনও শেষ হয়নি। বিকেল থেকে শুরু হওয়া অনুষ্ঠানে ছিল বর্ণাঁঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে আমেরিকার শতাধিক বাঙালি সংগঠন।
আলবেনির সিটি হলে ইংরেজি ম্যাগাজিন “দ্য বে ওয়েভ” এর প্রকাশনা উদ্বোধনের দুইদিন পর আমেরিকায় সবচেয়ে আয়োজনে একুশ উদযাপনী অনুষ্ঠানে বাংলা সাময়িকপত্র “জয় বাংলাদেশ” এর শুভযাত্রা হয়েছে। দুটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক গ্লোবাল পিস অ্যামব্যসেডর স্যার ড. আবু জাফর মাহমুদ। উডসাইটের টিবেটেন কমিউনিটি সেন্টারে একুশ উদযাপনী মঞ্চে সকল অতিথি ও সুধীজনের হাতে “জয় বাংলাদেশ” ম্যাগাজিন তুলে দেন। তিনি বলেন, স্রোতে গা ভাসানোর জন্য নয়, স্রোতের মধ্যে নতুন ঢেউ সৃষ্টি করতেই জয় বাংলাদেশের পথচলা শুরু হলো।
বাংলাদেশ সোসাইটির একুশের অনুষ্ঠানে প্রায় শতাধিক সংগঠন রেজিস্ট্রেশন করে এবং রাত ১২টা ১ মিনিটে শহিদ মিনারের পুষ্পমাল্য অর্পণ করে। সংগঠনগুলোর মধ্যে ছিল-বাংলাদেশ সোসাইটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইন্ক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) যুক্তরাষ্ট্র শাখা, সিলেট এমসি অ্যান্ড গভ. কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইন্ক, বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখা ও অঙ্গসংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাষ্ট্র শাখা ও অঙ্গসংগঠন, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা ও অঙ্গসংগঠন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যুক্তরাষ্ট্র, বঙ্গমাতা পরিষদ, যুক্তরাষ্ট্র শাখা, বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ইন্ক, বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইন্ক, বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইন্ক, চিটাগাং অ্যাসোসিয়েশন ইউএসএ ইন্ক, বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইন্ক, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইউএসএ ইন্ক, দোহার উপজেলা সমিতি ইউএসএ ইন্ক, কুইন্স বাংলাদেশ সোসাইটি ইন্ক ইউএসএ, বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন ইন্ক, জ্যাকসন হাইটস এলাকাবাসী, বারী হোম কেয়ার, ইয়েলো সোসাইটি নিউইয়র্ক, শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েসট নিউইয়র্ক ইন্ক, বাংলাদেশ আমেরিকান কার অ্যান্ড লিমোজিন অ্যাসোসিয়েশন ইন্ক, মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন ইন্ক, কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইন্ক, চাটখিল সোসাইটি ইউএসএ ইন্ক, ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি ইউএসএ ইন্ক, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব, সিলেট গণদাবি পরিষদ ইউএসএ ইন্ক, মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন ইন্ক, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইন্ক, প্রবাসী নরসিংদী জেলা সোসাইটি ইউএসএ ইন্ক, ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকা ইন্ক, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইন্ক, বৃহত্তর দাউদকান্দি অ্যাসোসিয়েশন ইউএসএ ইন্ক, ব্রাহ্মণবাড়িয়া জেলা সোসাইটি অব ইউএসএ ইন্ক, বগুড়া সোসাইটি ইউএসএ ইন্ক, ছাতক সমিতি ইউএসএ ইন্ক, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ, প্রবাসী শরীয়তপুর সমিতি ইউএসএ ইন্ক, ঢাকা জেলা সোসাইটি ইউএসএ ইন্ক, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন ইন্ক, নবাবগঞ্জ অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইন্ক, গ্রেটার বেগমগঞ্জ সোসাইটি ইউএসএ ইন্ক, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইন্ক, ডাউন টাউন বিজনেস অ্যাসোসিয়েশন, অভয় নগর সোসাইটি অব ইউএসএ ইন্ক, গাইবান্ধা সোসাইটি ইউএসএ ইন্ক, প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি ইন্ক, রংপুর জেলা সমিতি ইউএসএ ইন্ক, বাংলা ক্লাব নিউইয়র্ক ইন্ক, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইন্ক, সাতক্ষীরা জেলা সমিতি নর্থ আমেরিকা ইন্ক, মাদারীপুর জেলা সমিতি ইউএসএ ইন্ক, বৃহত্তর ময়মনসিংবাসী ইউএসএ ইন্ক, সন্দ্বীপ সোসাইটি ইউএসএ ইন্ক, সিলেট সদর সমিতি ইউএসএ ইন্ক, ওসমানীনগর অ্যাসোসিয়েশন ইন্ক, বালাগঞ্জ ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটি, মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা ইন্ক, সম্মিলিত বরিশাল বিভাগবাসী যুক্তরাষ্ট্র ইন্ক, যশোর সোসাইটি অব আমেরিকা ইন্ক, পাবনা সমিতি ইউএসএ ইন্ক, বরিশাল বিভাগীয় সমিতি ইউএসএ ইন্ক, বাংলাদেশ মানবাধীকার কমিশন ইউএসএ ইন্ক, বাংলাদেশ আমেরিকান পোস্টাল এমপ্লয়ি অ্যাসোসিয়েশন ইন্ক, জ্যামাইকা থিয়েটার, কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইন্ক, লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন ইউএসএ ইন্ক, শেনবাগ সোসাইটি, বাংলাদেশ আমেরিকান পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ইউএসএ ইন্ক, ভোলা ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইন্ক, বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন ইন্ক, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএ, ব্রুকলিন-কুইন্স ফ্রেন্ডস সোসাইটি, সাতকানিয়া সোসাইটি ইউএসএস ও গ্রিন টাচ। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে অক্ষর নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্মিলিত একুশের অনুষ্ঠান গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী নতুন প্রজন্মের মধ্যে পুরস্কার বিতরণ এবং রাত ১২টা ১ মিনিটে শহিদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ। অনুষ্ঠান শুরু হয় বিকাল ৫টায়। সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনায় ছিল বিপা, উদীচী যুক্তরাষ্ট্র, বহ্নিশিখা সংগীত নিকেতন, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, অনুপম ড্যান্স একাডেমি, শিল্পকলা একাডেমি, রবীন্দ্র একাডেমি এবং নীলা ড্যান্স একাডেমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাঈদা আক্তার লিপি এবং পরিচালনায় ছিলেন গাজী সাধারণ সম্পাদক শাসদউদ্দিন, গোলাম মোস্তফা এবং রুহুল আমিন সরকার। অনুষ্ঠানে ঢাকা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক এবং সাবেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একুশের অনুষ্ঠানে পুষ্পমাল্য অর্পণ করে-ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইন্ক, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, শেরেবাংলা কৃষি বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ইডেন কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, নরসিংদী সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড, আর্টিস্ট ফোরাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা), উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র, বহ্নিশিখা সংগীত নিকেতন, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা), অনুপ দাশ ড্যান্স একাডেমি (আড্ডা), শিল্পকলা একাডেমি ইউএসএ ইন্ক, রবীন্দ্র একাডেমি, নীলা ড্যান্স একাডেমি, নিউইয়র্ক সিটি বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নিউইয়র্ক চ্যাপ্টার, আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট নিউইয়র্ক, প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি ইউএসএ, প্রবাসী শরীয়তপুর সমিতি ইউএসএ ইন্ক, প্রবাসী বেঙ্গলি ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন, কিশোরগঞ্জ ডিস্ট্রিক অ্যাসোসেয়িশন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, গাইবান্ধা সোসাইটি অব ইউএসএ ইন্ক, বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন, সবিতা মাদার অ্যান্ড চিলড্রেন ফাউন্ডেশন, গাজীপুর জেলা সমিতি, নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইন্ক, গাইবান্ধা সোসাইটি অব আমেরিকা, মৈত্রী ফাউন্ডেশন, মিরসরাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইন্ক, বাংলাদেশ বেদান্ত সোসাইটি, নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইন্ক, নোলক, শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব, বাংলাদেশ লীগ অব আমেরিকা, ইউনাইডেট হিন্দুস অব ইউএসএ ও গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা ইন্ক।
জালালাবাদ অ্যাসোসিয়েশন
সভাপতি শাহীন কামালী এবং সাধারণ সম্পাদক মইনুল ইসলামের নেতৃত্বাধীন জালালাবাদ অ্যাসোসিয়েশনের একুশ পালন করা হয় গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় এস্টোরিয়াস্থ জালালাবাদে অ্যাসোসিয়েশনের নিজস্ব ভবনে। অনুষ্ঠানসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং অস্থায়ী শহিদ মিনারে রাত ১২টা ১ মিনিটে পুষ্পমাল্য অর্পণ। সিলেট আঞ্চলের বিভিন্ন সংগঠন এখানে পুষ্পমাল্য অর্পণ করে।