নিউইয়র্ক সিটিতে আবাসনসহ ইমিগ্রান্ট সেবা

৬০০ মিলিয়ন ডলার ব্যয় হ্রাসের ঘোষণা

ডেস্ক রিপোর্ট
  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৩

২০২২ সালের মাঝামাঝি সময় থেকে টেক্সাস থেকে পাঠিয়ে দেওয়া ইমিগ্রান্টদের নিউইয়র্ক সিটিতে জড়ো হতে থাকা এবং তাদের আবাসন, খাদ্য, চিকিৎসা, সন্তানদের শিক্ষা এবং এসাইলাম প্রক্রিয়ার জন্য আইনি সহায়তা খাতে সিটি গত পোনে দুই বছরে প্রায় ৩ বিলিয়ন ডলার ব্যয় করেছে। সিটি মেয়র এরিক অ্যাডামস ইমিগ্রান্ট খাতে ফেডারেল ও স্টেট সরকারের সহায়তা চেয়ে বার বার ব্যর্থ হয়েছেন। এমনকি এক পর্যায়ে তিনি অনেকটা হুমকির সুরেই বলেছিলেন যে, ফেডারেল ও স্টেট সরকার তাকে সহায়তা করলে ইমিগ্রান্টদের জন্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে তাকে সিটির বিভিন্ন সার্ভিসের আওতা সংকুচিত করে অর্থ সাশ্রয় করতে হবে। সে হিসেবে নতুন অর্থবছরে সিটির সকল এজেন্সি থেকে ৫ শতাংশ হারে বাজেট হ্রাস করার প্রস্তাবও করা হয়েছিল। কিন্তু মেয়র অ্যাডামস গতকাল বুধবার ঘোষণা করেছেন যে তিনি সিটি এজেন্সিগুলো বাজেট থেকে ৫ শতাংশ কাটছাঁটের যে সম্ভাবনা ছিল তা বাতিল করা হয়েছে। কিন্তু নবাগত ইমিগ্রান্টদের আবাসন ও অন্যান্য সেবা থেকে প্রায় ৬০০ মিলিয়ন ব্যয় কমানো হবে।
২০২৩ সালের শেষ দিকে সিটি হল কর্তৃক প্রথম চালু করা একটি পরিকল্পনার অধীনে ৫ শতাংশ বাজেট হ্রাস করা হবে। কিন্তু গতকাল এক বিবৃতিতে, মেয়র বলেছেন যে তিনি ২০২৩ সালে প্রত্যাশার চেয়ে অধিক কর রাজস্ব আদায় হওয়ায় বাজেট কাটের পরিকল্পনা বাতিল করা হয়েছে। তিনি বলেন, এখনো ইমিগ্রান্টরা আসছে, যাদের অধিকাংশই ল্যাটিন আমেরিকান। এখনো আমরা চাই যে ইমিগ্রান্ট সংকটে ওয়াশিংটন আমাদের সহায়তা করুক। সিটির ব্যয় সাশ্রয়ের জন্য তিনি ইমিগ্রান্টদের আবাসন ব্যয় থেকে ১০ শতাংশ হ্রাস করার ঘোষণা দিয়েছেন, যার পরিমাণ প্রায় ৫৮৬ মিলিয়ন ডলার।