সেন্ট্রাল ফ্লোরিডায় এক পরিবারের তিন ভাই কোরআনে হাফিজ

ডেস্ক রিপোর্ট
  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৮

সেন্ট্রাল ফ্লোরিডায় এক পরিবারের তিন ভাই কোরআনে হাফিজ হয়েছেন। সিলেটের কানাইঘাটের উপজেলার বানী গ্রামের ওয়ালী রহমানের আমেরিকায় জন্ম নেয়া তিন ছেলে কোরআনে হাফিজী পড়া সম্পন্ন করেছে।
ওয়ালী রহমানের কনিষ্ট পুত্র মুয়াদ রহমান ( ১৯)  ২৩ ফেব্রুয়ারি শুক্রবার ২৩ তারিখ সেন্ট্রাল ফ্লোরিডার জামে মসজিদে কোরআনে হাফিজী সম্পন্ন করেন। এ উপলক্ষ্যে কমিউনিটির পক্ষ থেকে একটি আনুষ্ঠানের আয়োজন করা হয়। মুয়াদ রহমানের আগে তার দুই অগ্রজ ২০০৫/২০০৬ সালে হাফেজ মাহফুজুর রহমান ও হাফেজ মাসুদুর রহমান কোরাআনে হাফিজী সম্পন্ন করেছিলেন। 
মাহফুজুর রহমান ও মাসুদুর রহমান দীর্ঘ ১৭ /১৮ বছর থেকে তারাবীহ নামাজ পড়াচ্ছেন। একই সাথে ওরলান্ডোর জামে মসজিদে তারা নামাজ পড়িয়ে থাকে ও মসজিদের ভলান্টিয়ার ।সিলেট শহরের লায়লা রহমান ( জুই)  ও ওয়ালী রহমানের তিন ছেলে ও ১ মেয়ে।হাফেজ মাহফুজ এক্জিকিউটিভ  কার বেচা কেনা ব্যবসা করে। হাফেজ মাসুদ আইটি জব করে। মুয়াদ হাই স্কুলে আছেন। কানাইঘাটের ওয়ালী রহমান সাড়ে চার 
দশক থেকে আমেরিকা প্রবাসী, উনার গ্রামের বাড়ী সিলেটের কানাইঘাট উপজেলার বানী গ্রামে। ওয়ালী  রহমান একসময় ( আশির দশকে) নিউইয়র্ক এর প্লাজা হোটেলের টপ এক্জিকিউটিভ ছিলেন। ছেলেদের ইসলামের কালচারে তৈরী করতে তিনি প্লাজার ভাল চাকুরী ছেড়ে ওরলান্ডোতে আসেন ১৯৯৯ সালে। মুয়াদ রহমানের আরেক খালাত ভাই হাফিজ সাহির রহমান সাহির (ডেমোক্রেট পলিটিশিয়ান )  ও জামে মসজিদ থেকে (২০০৪)  সালে হাফিজী সম্পন্ন করেছে। সে ওয়াশিংটন বারে একজন আইনজীবি হিসাবে কর্মরত। ওরলান্ডোর সবচেয়ে বড় মসজিদ  জামে মসজিদে নানা দেশের মুসল্লিরা (আনুমানিক ৪৫০ জন )  এই তিন ভাইকে ও মুয়াদ রহমানকে দোয়া  করতে এসেছিলেন।জামে মসজিদের ইমাম তারেক রশিদ, দোয়া পুর্ববর্তী বয়ানে বলেন, কোরআান এ হাফেজরাই কোরআন প্রটেক্টর।। তারাই কোরআন কে সব সময় হেফাজত করবে। প্রবাসের পরিবেশে একটি পরিবারের তিন ভাই কোরআন হাফিজ বিরল ঘটনা।