স্মার্টওয়াচ এবং স্মার্ট রিং ব্যবহার নিয়ে সতর্ক করেছে এফডিএ

ডেস্ক রিপোর্ট
  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১২

স্মার্টওয়াচ এবং স্মার্ট রিং পরার বিপদ সম্পর্কে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন গত সপ্তাহে একটি সতর্কতা প্রকাশ করেছে। মূলত ত্বকে ছিদ্র না করেই রক্তে গ্লুকোজের মাত্রা সনাক্ত করে স্মার্টওয়াচ এবং স্মার্ট রিং। এফডিএ বলেছে যে, কোনও স্মার্টওয়াচ বা স্মার্ট রিং নিজে থেকে রক্তের গ্লুকোজের মাত্রা নির্ণয় করার জন্য এজেন্সির কাছ থেকে অনুমোদন পায়নি।  উপরন্তু, এই ডিভাইসগুলি ব্যবহারের ফলে ডায়াবেটিস এবং ভুল রক্তের গ্লুকোজ বা রক্তে শর্করার মাত্রার চিকিৎসায় ভুল হতে পারে।
এফডিএ একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কারো চিকিৎসা যদি সুনির্দিষ্ট রক্তের গ্লুকোজ রিডিংয়ের উপর নির্ভর করে, তাহলে যেন উন্নত এফডিএ-অনুমোদিত ডিভাইসটি নির্ধারণ করতে তাদের স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করেন।এই ডিভাইসগুলি স্মার্টওয়াচ অ্যাপ্লিকেশন থেকে আলাদা যা ত্বকে ছিদ্র করে FDA-অনুমোদিত গ্লুকোজ নিরীক্ষণ ডিভাইস থেকে ডেটা প্রদর্শন করে। 
যদিও এফডিএ কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের কথা উল্লেখ করেনি, তবে অননুমোদিত স্মার্টওয়াচ এবং স্মার্ট রিং-এর বিক্রেতারা তাদের ডিভাইসগুলিকে আঙুল বা ত্বকে ছিদ্র করার প্রয়োজন ছাড়াই রক্তের গ্লুকোজ পরিমাপের জন্য 'নন-ইনভেসিভ' কৌশল হিসাবে মার্কেটে ছাড়ছে বলে দাবী করে এফডিএ। এফডিএ উল্লেখ করেছে যে, এই অননুমোদিত ডিভাইসগুলি সরাসরি রক্তের গ্লুকোজের মাত্রা পরিমাপ করে না। 
ভোক্তাদেরকে এই ডিভাইসগুলোর ব্যবহার এড়াতে অনুরোধ করেছে। এছাড়াও, এফডিএ স্বাস্থ্যসেবা প্রদানকারীদের পরামর্শ দিয়েছে, তারা যেন রোগীদের সাথে রক্তের গ্লুকোজ পরীক্ষায় অননুমোদিত ডিভাইসের সাথে সম্পর্কিত ঝুঁকি সম্পর্কে সরাসরি কথা বলেন। এবং রোগীর স্বাস্থ্য সুরক্ষায় একটি অনুমোদিত ডিভাইস বেছে নিতে সহায়তা করেন।