যুক্তরাষ্ট্রে ‘ডে লাইট সেভিং’ টাইম

রোববার ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে যাবে

ডেস্ক রিপোর্ট
  ০৭ মার্চ ২০২৪, ১২:১৭

আগামী ১০ মার্চ রোববার থেকে শুরু হচ্ছে ‘ডে লাইট সেভিং’ টাইম। এদিন ঘড়ির কাঁটা এগিয়ে নিতে হবে এক ঘণ্টা। যুক্তরাষ্ট্রের অধিকাংশ স্টেটে ৯ মার্চ শনিবার দিবাগত রাত (১০ মার্চ রোববার) ২টায় ঘড়ির কাঁটা এগিয়ে যাবে তিনটার ঘরে। এতে করে দিন দীর্ঘায়িত হবে। সন্ধ্যা হবে দেরিতে। দিনে আমেরিকানদের কর্মপরিধি কিছুটা বাড়ে। আর একে অভিহিত করা হয় ‘ডে লাইট সেভিং টাইম’ হিসেবে।
‘ডে লাইট সেভিং’র সময়সূচি চালুর ফলে বাংলাদেশে যখন বেলা ১২টা বাজবে নিউইয়র্কে তখন রাত ২টা হবে।
প্রতি বছর যুক্তরাষ্ট্রে দু’বার ঘড়ির কাঁটা এক ঘণ্টা আগানো-পেছানো হয়। দিনের আলো কাজে লাগানোর এই উদ্যোগকে বলা হয় ডে লাইট সেভিং টাইম। নভেম্বরের প্রথম রোববার রাত ২টার সময় ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে ‘স্ট্যান্ডার্ড টাইম’-এ প্রত্যাবর্তন করা হবে। যুক্তরাষ্ট্রে প্রায় এক’শ বছর আগে এই ব্যবস্থা চালু করা হয়।
আইফোন বা অন্য কোনো ধরনের স্মার্ট ফোন, কম্পিউটারে সময় বদলে যায় সয়ংক্রিয়ভাবে। তবে অন্য কোনো ঘড়ির ক্ষেত্রে পরবর্তিত সময় মিলিয়ে নিতে হয়। যুক্তরাষ্ট্রের সর্বত্র এটি মানা হয় না। ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে অ্যারিজোনা এবং হাওয়াই ছাড়া ৪৮টি অঙ্গরাজ্যে ‘ডে লাইট সেভিং’ চালু আছে। বর্তমানে বিশ্বের ৭০টি দেশে পুরো না হলেও আংশিকভাবে চালু আছে এ নিয়মটি।