যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তের কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (৯ মার্চ) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিছে, স্থানীয় সময় শুক্রবার (৮ মার্চ) টেক্সাসের রিও গ্রান্ডে নদীর কাছে লা গ্রুলা শহরে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।
কাউন্টির শীর্ষ স্থানীয় কর্মকর্তা স্টার কাউন্টি বিচারক এলয় ভেরা জানিয়েছেন, তিন ন্যাশনাল গার্ড সদস্য এবং একজন বর্ডার পেট্রোল এজেন্টকে নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আর অপর একজনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে মার্কিন সামরিক বাহিনী। তবে এখনও নিহতদের নাম-পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত মাসেও বেশকিছু মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি মিসিসিপিতে প্রশিক্ষণ চলাকালীন একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ভূপতিত হয়। এ ঘটনায় দুজন নিহত হয়।
এর আগে, ১২ ফেব্রুয়ারি দুটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় আহত হন দুই পাইলট। ৬ ফেব্রুয়ারি ঝড়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন পাঁচজন মার্কিন সেনা।