এক সপ্তাহের টানা ভারী বর্ষণে যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের কিছু অংশ পানির নীচে তলিয়ে গেছে। শনিবারের টানা বৃষ্টির পানিতে বেসমেন্ট ভরাট ও অধিকাংশ রাস্তা বন্ধ হয়ে গেছে। ফলে বুধবার (১৩ মার্চ) সকাল পর্যন্ত প্যাসাইক, স্যাডল, মিলস্টোন, স্টিল এবং হাউসাটোনিক নদীর কিছু অংশে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে পানিবন্দি থাকা পাঁচজনকে উদ্ধার করেছে উদ্ধারকারীরা।
এদিকে ১১ মার্চ সোমবার রাজ্যের আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া এক পূর্বাভাসে শক্তিশালী বাতাসে গাছ এবং বিদ্যুতের লাইন ভেঙে যাওয়ার আশংকা রয়েছে বলে জানিয়েছে।
প্যাটারসনের মেয়র আন্দ্রে সায়েগ বলেছেন, প্যাসাইক নদীর পানি ৭ দশমিক ৫ ফুট উপরে উঠেছিল। এখন তা কিছুটা কমতে শুরু করেছে।
তিনি আরও জানান, সপ্তাহান্তে উদ্ধারকারী দল বন্যার পানি থেকে পাঁচজনকে উদ্ধার করেছে। সৌভাগ্যক্রমে, আমাদের দল সময়মতো পৌঁছেছিল। তাই কোনও প্রাণ হারায়নি এবং কোনও আহত হয়নি৷
এদিকে বৃষ্টির পানির কারণে প্রেসিডেন্সিয়াল বুলেভার্ড হ্যারিসন থেকে জেফারসন পর্যন্ত বন্ধ রয়েছে। সেখানকার কিছু স্থানীয় ব্যবসায়ী মালিক জানিয়েছেন, তারা ডিসেম্বর এবং জানুয়ারিতে বারবার বন্যা থেকে পুনরুদ্ধার করার জন্য লড়াই করছেন।
অটো যন্ত্রাংশের দোকান চালান এমন এক ব্যক্তি জানান, তিন মাসের মধ্যে তৃতীয়বারের মতো তিনি সব ধরনের যন্ত্রপাতি হারিয়েছেন। তিনি আরও জানান, দুই মাসের কাজের মূল্য এবং দেড় লাখ ইনভেন্টরি হারিয়েছেন। এছাড়া কম্পিউটার সার্ভার, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, প্রেসার ওয়াশার, টায়ার মেশিন পানির নীচে চলে গেছে।