ইউক্রেনের জন্য ৩০ হাজার কোটি টাকার সামরিক সহায়তা ঘোষণা করেছে বাইডেন প্রশাসন।
স্থানীয় সময় মঙ্গলবার বিকালে এক বিফ্রিংয়ে এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, তহবিল সংকটের কথা কয়েক মাস ধরে বলা হলেও এই অর্থায়ন সম্ভব হয়েছে অস্ত্র চুক্তির সঞ্চয় থেকে।
হোয়াইট হাউজে জ্যাক সুলিভান বলেন, ‘যখন রাশিয়ার সৈন্যরা অগ্রসর হয় এবং গুলি চালায় তখন জবাব দেওয়ার মতো যথেষ্ঠ গোলাবারুদ নেই ইউক্রেনের, যার মূল্য চুকাতে হচ্ছে ভূখণ্ডকে। এটি জীবন হানিকর এবং এটি কৌশলগতভাবে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর জন্য ক্ষতি।’
নতুন প্যাকেজের মধ্যে আর্টিলারি গোলাবারুদ, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, অ্যান্টি আর্মার সিস্টেম এবং আরও অনেক কিছু রয়েছে।
ইউক্রেনকে সহায়তার জন্য প্রতিরক্ষা বিভাগের কাছে কীভাবে এই তহবিল এলো এর ব্যাখ্যায় একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সামরিক সহায়তার জন্য যে খরচ হবে তার জোগান এসেছে সঞ্চয় থেকে।