নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন, “আমি প্রায়ই বলি, নিউইয়র্ক সিটিতে আমরা ৮৩ লাখ লোক বাসবাস করি, কিন্তু আমাদের মতামত সাড়ে তিন কোটি। তবে একটি বিষয়ে সকল নিউইয়র্কবাসী একমত যে এখানে যারা আসে, তারা এই সিটিকে বিনির্মাণ করতে আসে। তারা এখানে আসে কাজ করতে, জীবন গড়তে এবং তাদের আমেরিকান স্বপ্ন পূরণ করতে। তিনি আরও বলেন, আমার প্রশাসন তাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে অনুকূল পরিবেশ সৃষ্টি করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এর অর্থ হল জননিরাপত্তা নিশ্চিত করা, অর্থনীতি পুনঃনির্মাণ করা এবং সিটির পাঁচ বরোকে আরও বাসযোগ্য করতে যা করণীয় তা করা। তিনি বলেন, আমাদের প্রচেষ্টার অংশ হিসাবে আমরা অর্থনৈতিক সুযোগ সৃষ্টির জন্য সিটি জুড়ে ১৮টি জোনিং পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিকশিত হতে পারবে, উদ্যোক্তা এবং ফ্রিল্যান্সারদের সহায়তা করতে, ক্রমবর্ধমান শিল্পকে উৎসাহিত করতে সহায়ক হবে।
মেয়র এরিক অ্যাডামস বলেন, দীর্ঘদিন ধরে প্রচলিত পুরানো নিয়মগুলি আমাদের শহরের ছোট ব্যবসাগুলির বিকাশকে কঠিন করে তুলেছিল। ১৯৬১ সালে প্রণীত এই বিধিগুলো আমরা যে আধুনিক শহরে বাস করি তার সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়। তারা জোনিং আইন অন্তর্ভুক্ত করে যা নির্দিষ্ট নেইবারহুডে কোনো কোনো ধরণের ব্যবসায়ে বাধা দেয়। যেমন ম্যাডিসন অ্যাভিনিউতে হার্ডওয়্যার স্টোর বা মেরামতের দোকান নিষিদ্ধ করা; বা কিছু বারে সঙ্গীত এবং ডিজে রাখার অনুমতি দেওয়া হয়ছে। কিন্তু নাচের জন্য পৃথক স্থানের অনুমতি দেওয়া হয়নি। এই পুরানো নিয়ম ব্যবসার মালিক ও উদ্যোক্তাদের প্রয়োজনের পরিপন্থী। তিনি বলেন, সিটি কাউন্সিলের সহায়তায় আমরা এসব অপ্রয়োজনীয় বিধিবিধান বাতিল ও সংশোধন করতে পারি এবংসাধারণভাবে নিউইয়র্কবাসী এবং বিশেষভাবে যারা এ সিটিতে ব্যবসা করেন তাদের ব্যবসার উন্নতিতে সহায়তা করতে পারি। মেয়র বলেন, আমরা কাউন্সিলের সাথে অংশীদারিত্ব নিয়ে সফলতার সঙ্গে সিটিকে ‘কার্বন মুক্ত সিটি’ করার উদ্যোগ নিয়েছি, যার ফলে নিউইয়র্কবাসীরা স্বচ্ছ জ্বালানি, সৌর প্যানেল, কম্পোস্টিং, বৈদ্যুতিক যান এবং আরও অনেক কিছু দিয়ে সিটিকে সবুজ করে তোলা সহজ করার পথ সৃষ্টি হয়েছে। এবার আমরা একইভাবে অর্থনৈতিক সুযোগের জন্য “সিটি অফ ইয়েস” উদ্যোগে কাজ করতে পারি।
মেয়র অ্যাডামস আরো বলেন, আমরা আমাদের উদ্যোগের অংশ হিসেবে আউটডোর ডাইনিং ব্যবস্থাকে স্থায়ী করেছি। অস্থায়ী আউটডোর ডাইনিং প্রোগ্রাম কোভিড ১৯ এর সময় ১০০,০০০ চাকরি রক্ষা করেছিল এবং আমাদের রাস্তার জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত দেখিয়েছিল। আমাদের স্থায়ী প্রোগ্রাম স্থানীয়, পর্যটক এবং রেস্টুরেন্ট মালিকদের সেবা দেয় এবং আমাদের রাস্তা আকর্ষণীয়, নিরাপদ ও আবর্জনা মুক্ত রাখে। তিনি বলেন, নিউইয়র্কের মতো বিশাল একটি সিটি পরিচালনা করা কোনো সহজ ব্যাপার নয়। নিউইয়র্কবাসীর উন্নতির জন্য, আমাদের অবশ্যই নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে চলতে হবে।