প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজান মাস উপলক্ষে জর্জিয়ায় মসজিদ ওমর বিন আব্দুল আজিজে বিশেষ আয়োজন করা হয়েছে। রমজানের প্রতিদিন থেকে এ মসজিদে ইফতারের খাবার এবং ইফতার পরবর্তী মাগরিবের নামাজের পর নৈশভোজও পরিবেশন করা হচ্ছে। মসজিদ তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ এক কথা জানিয়েছে।
মসজিদ কমিটির এক সদস্য আবু লিয়াকত হুসেন জানান, মসজিদে প্রতিদিন প্রায় ৪ থেকে ৫ শ মুসল্লিদের ইফতার বিতরণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। জুম্মা ও সাপ্তাহিক ছুটি শনি রবিবারে এর সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে ।
মুসল্লিদের গাড়ি পার্কিং এর জন্য মসজিদের নিজস্ব ফ্রি পার্কিং ব্যবস্থা রয়েছে সেখানে অন্তত ১ হাজারেরও বেশী গাড়ি পার্ক করা যাবে। পার্কিং স্পেসে ২৪ ঘন্টাই সিসি ক্যামেরা চালু থাকবে। তাছাড়া মুসল্লিদের নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশ প্রশাসন মাগরিবের নামাজ থেকে ইশা ও তারবীহ শেষ না হওয়া পর্যন্ত কড়া নজর রাখবে । এছাড়া শুক্রবার জুমার নামাজের দিনও পুলিশ প্রশাসন নিরাপত্তায় মোতায়েন থাকবে।
রমজানের শেষের দিকে রোজার ফিতরার অর্থ সংগ্রহ করা হবে এবং তা ঈদুল ফিতরের নামাজের পূর্বেই অভাবী পরিবার পরিজনদের মধ্যে বিতরন করা হবে । এবছর জর্জিয়া ও তার পার্শ্বর্তী শহরগুলো জন্য রোজার ফিতরা ধার্য করা হয়েছে জনপ্রতি ১০ ইউএস ডলার।
জর্জিয়ায় অন্যান্য মসজিদসমুহেও বিশেষ ইফতার ও ইফতার পরবর্তী নৈশ ভোজেরও আয়োজন করা হয়েছে বলে জানা যায় ।