নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন, একটি জটিল বিশ্ববাস্তবতায় আমাদের বসবাস। একমাত্র মহান শ্রষ্ঠাই জানেন, কে বা কারা সঠিক। মেয়র বলেন, আমি আমার বিশ্বাসকে ধারণ করেই প্রতিদিন যাপন করি। মেয়র বলেছেন, আমি সেই এরিক অ্যাডামস যে মুসলমানদের জন্য নিউইয়র্কে অনেক কিছু করেছি। আমি সময়ের সাথে পরিবর্তন হইনি।
মেয়র এরিক অ্যাডামস তার আয়োজিত একান্ত ইফতার মাহফিলে এসব কথা বলেন। ১৯ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এ একান্ত ইফতার মাহফিলে সিটি প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, মুসলিম দেশগুলোর কন্সাল জেনারেলসহ কূটনীতিবিদ, সংবাদমাধ্যম ব্যক্তিত্বসহ গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেয়র এরিক অ্যাডামসের মধ্যপ্রাচ্য নীতির প্রতিবাদে এ ইফতার বর্জনের আহ্বান জানিয়েছিলে একাধিক মুসলিম নাগরিক সংগঠক। সিটি হলে ইফতার চলাকালীন সময়ে বাইরে বিপুল সংখ্যক প্রতিবাদকারী 'ফ্রি প্যালেস্টাইন' - নারী ও শিশু হত্যা বন্ধ করো - এসব স্লোগান দিতে থাকে। পুরো এলাকাটি পুলিশ ঘিরে রাখে এবং লোকজন সুশৃঙ্খল প্রতিবাদ জানায়।
মেয়র এরিক অ্যাডামসের বক্তৃতা দেয়ার সময় একাধিক ব্যক্তি 'ফ্রি প্যলেস্টাইন' বলে স্লোগান দিয়ে মেয়রের বক্তব্যের প্রতিবাদ জানাতে শুরু করেন। নিরাপত্তা রক্ষার লোকজনদের এমন দুইজন প্রতিবাদকারীকে সভা থেকে সরিয়ে নিতে দেখা যায়।
মেয়রের ইফতার মাহফিলে মেয়র অফিসের উর্ধতন বাংলাদেশি কর্মকর্তা মীর বাশার, বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা, সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন, ব্যবসায়ী আকাশ রহমান, এশা রহমানসহ বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশনের বেশ কিছু কর্মকর্তা উপস্থিত ছিলেন।