যুক্তরাষ্ট্রে দুই প্লেনে মুখোমুখী সংঘর্ষে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
  ১৯ আগস্ট ২০২২, ১১:৪৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মাঝআকাশ থেকে অবতরণের সময় দুই প্লেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুইজনের মৃত্যুর খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
ইউএস টুডে তাদের এক প্রতিবেদনে জানায়, গতকাল বৃহস্পতিবার ওয়াটসনভিল শহরের মিউনিসিপ্যাল বিমানবন্দরে দুটি ছোট প্লেন অবতরণের চেষ্টা করেছিল। তখনই এ দুর্ঘটনা ঘটে। প্লেন ওঠানামার জন্য ওই বিমানবন্দরে ‘কন্ট্রোল টাওয়ার’ নেই। দুর্ঘটনার সময় রানওয়েতে যারা ছিলেন, তারা কেউ আহত হননি।
নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, দুটি প্লেনের একটি ছিল দ্বৈত ইঞ্জিনের সেসনা ৩৪০ এবং আরেকটি একক ইঞ্জিনের সেসনা ১৫২। প্লেন দুটি ওয়াটস্নোভিল মিউনিসিপাল এয়ারপোর্টে বিকেল ৩টার দিকে দুর্ঘটনায় পড়ে বলে এক কর্মকর্তা জানিয়েছেন। দুটি প্লেনে মোট তিনজন ছিলেন। এদের মধ্যে দুজন মারা গেছেন। দুর্ঘটনার সময় মাটি থেকে ২০০ ফুট উচ্চতায় ছিল দুটি বিমান। তবে দুর্ঘটনা কীভাবে ঘটল, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।