প্রাইমারি ভোট চলছে নিউইয়র্কে

ডেস্ক রিপোর্ট
  ২৬ মার্চ ২০২৪, ১৩:০১

নিউইয়র্কে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রেরে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারির আগাম ভোটগ্রহণ। ২৩ মার্চ শনিবার থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে ৩০ মার্চ পর্যন্ত। আগামী ২ এপ্রিল নিউইয়র্কের প্রাথমিক নির্বাচনের দিন।এর আগে ভোটাররা ৮ দিন সময় পাচ্ছেন আগাম ভোট দেয়ার।
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে জো বাইডেন এবং রিপাবলিকানদের হয়ে ডোনাল্ড ট্রাম্প নিজের মনোনয়ন ইতিমধ্যেই নিশ্চিত করেছেন।
সিটি নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রিপাবলিকান এবং ডেমোক্রেটিক ভোটার উভয়েরই ব্যালটে একাধিক পছন্দ রয়েছে। তাদের মধ্যে রাষ্ট্রপতি জো বাইডেন এবং সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া মিনেসোটা কংগ্রেসম্যান ডিন ফিলিপস এবং স্ব-সহায়ক লেখক মারিয়ান উইলিয়ামসনও নিউইয়র্কের ডেমোক্র্যাটিক ব্যালটে রয়েছেন।
ফিলিপস তার প্রচারণা স্থগিত করেছিলেন এবং এই মাসের শুরুতে বাইডেনকে সমর্থন করেছিলেন। উইলিয়ামসন গত মাসে তার প্রচার স্থগিত করে পুনরায় শুরু করেছিলেন। বায়োটেক উদ্যোক্তা বিবেক রামাস্বামী, সাবেক নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি এবং প্রাক্তন ইউএন অ্যাম্বাসেডর নিকি হ্যালি সকলেই তাদের প্রচারণা স্থগিত করলেও ট্রাম্পের পাশাপাশি রিপাবলিকান ব্যালটে দেখা যাবে তাদের।
নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস বলেন, ভোটদান সহজ এবং ঝামেলা কমাতে আমরা একটি হটলাইন চালু করেছি। এর মাধ্যমে যে কেউ ভোটদানের স্থানে অনুপস্থিত ব্যালট, প্রারম্ভিক মেইল ব্যালট বা ব্যক্তিগতভাবে ভোট দেওয়ার সমস্যাসহ যে কোনও ভোট-সম্পর্কিত সমস্যার কথা জানাতে পারবেন। এছাড়া আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনার ভোটের স্থান খুঁজে পেতে পারবেন।