নিউইয়র্কে চালু হচ্ছে আরও ফ্রি বাস সার্ভিস

ডেস্ক রিপোর্ট
  ২৬ মার্চ ২০২৪, ১৩:২৫


নিউইয়র্ক স্টেট আইনপ্রণেতারা সিটির বিভিন্ন এলাকায় আরও ফ্রি বাস সার্ভিসের জন্য বাজেট বরাদ্দ করেছেন।  নিউইয়র্কের কুইন্স, ব্রুকলিন, ব্রংকস, ম্যানহাটন ও স্ট্যাটেন আইল্যান্ড ব্যরোর বিভিন্ন রুটে এ বাস চলবে। এমটিএ’র পাইলট-১ প্রোজেক্টের আওতায়  নভেম্বর ২০২৩ এ থেকে সীমিত আকারে প্রত্যক ব্যরোতে একটি রুটে ফ্রি বাস সার্ভিস চালু হয়েছে।
জনকল্যানমুখি পরিবহন সেবা প্রদানের লক্ষ্যে নিউইয়র্ক স্টেট গর্ভনর ক্যাথি হোকুল নিজেই ফ্রি বাস সার্ভিসের জন্য ভোকাল। স্টেটের উভয় চেম্বার  এ জন্য বরাদ্দ করেছে ৪৫ মিলিয়ন। আর ৪৫ মিলিয়ন বরাদ করেছে বাস সার্ভিসের জন্য উন্নয়নের জন্য। 
আলবেনি বিশেষ করে এক্সপ্রেস বাস সার্ভিসের ওপর গুরুত্বারোপ করেছেন। বাস সার্ভিসের উন্নয়ন ও ফ্রি সার্ভিসের পক্ষে আইন সভায় প্রস্তাব উত্থাপন করেন কুইন্স থেকে নির্বাচিত স্টেট সিনেটর মাইকেল জিয়ানারিস ও এসেম্বব্লিম্যান জোরান মামডানি। বিলটি প্রস্তাবকালে গত ১২ মার্চ তারা বলেন, কনজেশন প্রাইজ আরোপের আগে সিটিতে জনসাধারনের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। লন্ডন ও স্টকহোমে এ ধরনের কনজেশন প্রাইজ বসানের সাথে সাথে বাস সার্ভিসের প্রসাড় ঘটিয়েছিল।