প্রতারণা মামলায় ডোনাল্ড ট্রাম্পকে জরিমানাকৃত অর্থ পরিশোধের জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে তা স্থগিতাদেশ দিয়েছে আপিল আদালত। এ আদেশকে বিজয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। খবর আল জাজিরা
নিউ ইয়র্কের আপিল আদালত ২৫ মার্চ (সোমবার) ট্রাম্পের অনুরোধে অর্থ পরিশোধের সময়সীমারও কমিয়েছে দিয়েছে। পাশাপাশি বন্ডের অর্থ কমিয়ে দেওয়ার অনুরোধও আদালত মঞ্জুর করেছে। এর ফলে ট্রাম্পকে এখন পুরো অর্থ পরিশোধ না করে বন্ডের ১৭৫ মিলিয়ন ডলার পরিশোধের জন্য ১০ দিনের সময় দেওয়া হয়েছে।
এর আগে ট্রাম্পের আইনজীবী আদালতকে জানায় নির্দিষ্ট সময়ের মধ্যে তার বাদী ৪৫৪ মিলিয়ন ডলার পরিশোধে সক্ষম নন। যদিও নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস ট্রাম্পের আইনজীবীকে সতর্ক করে বলেন, নতুনভাবে বেঁধে দেওয়া সময় সীমার মধ্যে ট্রাম্প তার জরিমানার অর্থ পরিশোধ না করলে তিনি তার সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য প্রস্তুত রয়েছেন।
গত মাসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের সম্পদের মূল্য বাড়িয়ে দেখানোর মাধ্যমে ঋণদাতাদের সঙ্গে প্রতারণা করার দায়ে ৩৫ কোটি ৪৯ লাখ ডলার জরিমানা করে নিউ ইয়র্কের এক আদালত। এই আদেশের বিরুদ্ধে তিনি আপিল করলে গতকাল সোমবার আপিল আদালত তাকে নতুন সময়সীমা বেধে দিয়েছে।
আপিল আদালতের নির্দেশনার পর ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক স্ট্যাটাসের মাধ্যমে বলেন, তার আইনজীবীরা আদালতের নির্দেশ মেনে চলবে। এছাড়া জরিমানার নতুন অর্থ তিনি পরিশোধ করবেন।
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য রিপাবলিক্যান পার্টি থেকে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সাবেক এই প্রেসিডেন্ট বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে। যার জন্য তার অনেক অর্থ ব্যয় হচ্ছে।
ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু ১৫ এপ্রিল
পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় আগামী ১৫ এপ্রিল বিচার শুরু হবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আসামিপক্ষের সময়ের আবেদন নাকচ করে দিয়ে বিচারপতি জুয়ান মার্চান এই দিন ধার্য করেছেন। খবর বিবিসি।
ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলা হয়েছে। তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সম্ভবত একমাত্র এই মামলায় আদালতে হাজির হতে হচ্ছে রিপাবলিকান পার্টির এই প্রার্থীকে।
অবশ্য ট্রাম্প তার বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগের সব কটি অস্বীকার করেছেন। সাবেক এই প্রেসিডেন্টের যুক্তি, তার বিরুদ্ধে আনা অভিযোগ অপরাধের পর্যায়ে পড়ে না।
স্থানীয় সময় সোমবার (২৫ মার্চ) ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এটা অমর্যাদাকর এবং আমরা স্পষ্টতই আপিল করতে যাচ্ছি।’ তিনি বলেন, ‘এই মামলা নিতান্তই ভোটারদের ভীতি প্রদর্শন এবং নির্বাচনের হস্তক্ষেপের জন্য করা হয়েছে এবং এটা ঘটতে দেওয়া উচিত হবে না।’
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে তার পক্ষ থেকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল।