হোয়াইট হাউসে জো বাইডেনের ইফতার ডিনার ভণ্ডুল !

ডেস্ক রিপোর্ট
  ০৪ এপ্রিল ২০২৪, ১১:০৩

হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেন আহুত ইফতার মাহফিল অনেকটাই ভণ্ডুল হয়ে গেছে। ঘটা করে ইফতার ডিনারের আয়োজনের পরিবর্তে ছোট আকারের আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। গাজায় বিপন্ন মানুষের আহাজারির মধ্যে মার্কিন প্রেসিডেন্টের সাথে ভোজে বসতে রাজী হননি আমেরিকার মুসলমান নেতারা। ফলে প্রশাসনের মুসলমান কর্মকর্তাদের নিয়ে হোয়াইট হাউসে ২ এপ্রিল মঙ্গলবার ছোট আকারের ইফতার হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, মুসলমান নেতাদের নিয়ে আলাদা একট বৈঠকে বসবেন প্রেসিডেন্ট জো বাইডেন।
এবারে হোয়াইট হাউসে ইফতার ডিনারে মুসলমান নেতাদের আমন্ত্রণ জানানোর পরপরই বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন মুসলমান নাগরিক সংগঠন বলেছে, গাজায় ইসরাইলের গণহত্যা চলছে। ইসরাইলের আগ্রাসী নীতিকে ক্রমাগত সমর্থন করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিপন্ন গাজায় ক্ষুধার জ্বালায় মারা গেছে ২৩ জন শিশু, এমন সংবাদ সামনে নিয়ে কেউ হোয়াইট হাউসের ভোজ সভায় যেতে পারে না বলে বহু বিবৃতি এসেছে। কেউ কেউ হোয়াইট হাউসের ইফতারে যোগ দিতে ইচ্ছুক হলেও মুসলিম এক্টিভিস্টরা তাদের বারণ করেছেন।
কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস (কেয়ার) নামের মুসলিম বৃহত্তম সংগঠনের নির্বাহী পরিচালক রবার্ট ম্যাককেও বলেছেন, মুসলিম আমেরিকানদের দাবী অনুযায়ী গাজায় অবিলম্বে স্থায়ী সিজ ফায়ারে ইসরাইলকে বাধ্য করতে হোয়াইট হাউসের বর্তমান প্রশাসন ব্যর্থ হিয়েছে। ক্ষুব্ধ আমেরিকান মুসলমানদের হোয়াইট হাউসের ইফতার ডিনার বর্জনের আহ্বান করাটা স্বাভাবিক প্রতিক্রিয়া বলে তিনি মনে করেন।
বেশ কিছু মুসলমান ব্যক্তিত্ব এবং সংগঠনকে আমন্ত্রণ জানানো হলেও তাদের পক্ষ থেকে হোয়াইট হাউসের ইফতার ডিনারে উপস্থিত থাকার অপারগতা জানিয়ে দেয়া হয়। ফলে পরিকল্পনা অনুযায়ী ব্যাপক আয়োজনে ইফতার ডিনার আয়োজনের পরিবর্তে ছোট আকারে প্রশাসনের মুসলিম কর্মকর্তাদের নিয়ে আয়োজনটি সম্পন্ন করা হয়েছে। ইসরাইল এবং ফিলিস্তিন ইস্যু প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য শাঁখের করাত হয়ে দাঁড়িয়েছে। মার্কিন রাজনীতিতে ইহুদি সমর্থন এতোই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে যাওয়ার চিন্তাই করতে পারেন না রাজনীতিবিদরা। নির্বাচনি তহবিল থেকে মার্কিন সমাজের সর্বত্র ইহুদিদের শক্ত অবস্থানকে বিন্দুমাত্র অবজ্ঞা করে রাজনীতিতে তাদের অবস্থান অনেকটাই নড়বড়ে হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। পাশাপশি ডেমোক্র্যাটদের নিশ্চিত ভোট ছিল আমেরিকান মুসলমানদের ভোট। ইসরাইলের প্রতি হোয়াইট হাইসের টানা সমর্থন এবং স্থায়ী যুদ্ধ বিরতিতে ইসরাইলে রাজী না করাতে পারার জন্য মুসলমানরা মারাত্মকভাবে বিরক্ত হয়ে উঠেছেন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর। মিশিগান সহ বেশ কিছু সুইং রাজ্যে মুসলমানদের সামান্য ভোটই আসছে নভেম্বরের নির্বাচনি ফলাফল পাল্টে দিতে পারে। আমেরিকান মুসলমানরাও প্রেসিডেন্ট জো বাইডেনের উপর বিরক্তি প্রকাশ করলেও রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে তাদের যাওয়ার কোন সম্ভাবনা নেই। হয়তো মুসলমান ভোটাররা ভোট দিতেই যাবেন না। এর ফলেও ক্ষতির সম্মুখীন হবে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডেমোক্র্যাটরা।