অ্যাপ-বেজড রেস্টুরেন্ট ডেলিভারি শ্রমিকদের বেতন ১৯.৫৬ ডলার

ডেস্ক রিপোর্ট
  ০৫ এপ্রিল ২০২৪, ১১:৫৮

বার্ষিক মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিউইয়র্ক সিটির অ্যাপ-বেজড রেস্টুরেন্ট ডেলিভারি শ্রমিকদের বেতন প্রতিঘন্টায় ১৯.৫৬ ডলার উন্নীত করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। সিটি মেয়র এরিক অ্যাডামস এবং নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ কনজিউমার এন্ড ওয়ার্কার প্রটেকশরে কমিশনার ভিলদা ভেরা মায়ুগা গত সোমবার এ ঘোষণা দিয়েছেন। মেয়র অ্যাডামস বলেন, আমাদের ডেলিভারি কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে অব্যাহতভাবে আমাদের ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছে। আজ সিটি শহরটি তাদের জন্য কিছু দিচ্ছে। তিনি বলেন, একজন কর্মজীবী ​​মা আমাকে লালন করেছেন, যিনি আমাকে ও আমার অন্য পাঁচ ভাইবোনের পরিচর্যা ও পড়াশোনার খরচ জোগানোর জন্য এই কঠিন দায়িত্ব পালন করছেন। সিটিতে হাজার হাজার ডেলিভারি কর্মী নিজেদের এবং তাদের পরিবারের জন্য এই কাজ করছেন। বিদ্যমান মজুরি জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে ডেলিভারি কর্মীদের জন্য নতুন বেতন হার কার্যকর করা হবে। শ্রমজীবী ​​নিউ ইয়র্কবাসীদের পাশে দাঁড়ানো এবং একটি ন্যায়সঙ্গত অর্থনীতি গড়ে তোলার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।
এই বেতন বৃদ্ধির ফলে নিউইয়র্ক সিটির ডেলিভারি কর্মীরা যৌথভাবে প্রতি সপ্তাহে অতিরিক্ত ১৬.৩ মিলিয়ন ডলার বেতন পাবেন। কনজিউমার এন্ড ওয়ার্কার প্রটেকশরে কমিশনার বলেছেন, কোনো ডেলিভারি কর্মী যদি তাদের জন্য নির্ধারিত হারে বেতন না পান বা তাদের কোনো কর্মীর অধিকার বা ন্যূনতম মজুরি নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে তারা তার বিভাগের সঙ্গে যোগাযোগ করতে পারেন।