আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় ছয়টি দোদুল্যমান অঙ্গরাজ্যে (ব্যাটলগ্রাউন্ড বা সুইং স্টেট) এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়াল স্ট্রিট জার্নালের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপে বলা বলেছে, ট্রাম্প ছয়টি অঙ্গরাজ্যে ২ থেকে ৮ শতাংশ পয়েন্টে বাইডেনের চেয়ে এগিয়ে আছেন। এ অঙ্গরাজ্যগুলো হলো পেনসিলভানিয়া, মিশিগান, অ্যারিজোনা, জর্জিয়া, নেভাদা ও নর্থ ক্যারোলাইনা। জরিপের এসব অঙ্গরাজ্যে প্রার্থী হিসেবে তৃতীয় পক্ষ ও স্বতন্ত্র প্রার্থীদের রাখা হয়। এ ছাড়া শুধু বাইডেন ও ট্রাম্পকে রেখে করা জরিপেও একই রকম ফল দেখা গেছে।
উইসকনসিন অঙ্গরাজ্যে দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। একাধিক প্রার্থীকে নিয়ে করা জরিপে এ অঙ্গরাজ্যে ৩ পয়েন্টে এগিয়ে রয়েছেন বাইডেন। আর বাইডেন ও ট্রাম্পের মধ্যে লড়াইয়ে দু’জনের সমর্থন কাছাকাছি।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য শারীরিক ও মানসিকভাবে সুস্থতার দিক থেকে ৪৮ শতাংশ ট্রাম্পের প্রতি রায় দিয়েছে। সে তুলনায় মাত্র ২৮ শতাংশ বাইডেনকে সমর্থন করেছে। গত মার্চ মাসের ১৭ থেকে ২৪ তারিখের মধ্যে সাতটি অঙ্গরাজ্যে প্রতিটি থেকে ৬০০ জন করে ভোটার নিয়ে ৪ হাজার ২০০ জনের মধ্যে এ জরিপ করা হয়।