যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির নেতা ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কারাগারে পাঠালে তিনি আধুনিক যুগের নেলসন ম্যান্ডেলা হয়ে উঠবেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ কথা বলেন। রিপাবলিকান পার্টি থেকে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন ৭৭ বছর বয়সী ট্রাম্প। তার বিরুদ্ধে চারটি গুরুত্বপূর্ণ মামলা চলছে। এসব মামলায় তাকে কারাগারে যেতে হতে পারে।
এর মধ্যে একটি মামলা পর্ন তারকাকে ঘুষ দেওয়ার অভিযোগ সংক্রান্ত। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখ বন্ধ রাখতে ঘুষ দিয়েছিলেন তিনি। আগামী ১৫ এপ্রিল এ মামলার বিচার শুরু হবে। এ মামলা নিয়ে বিভিন্ন সময় বিচারক জুয়ান মার্কানকে আক্রমণ করেছেন ট্রাম্প।
এ ঘটনায় বিচারক ট্রাম্পের ওপর আংশিক গ্যাগ অর্ডার জারি করেন। অর্থাৎ ট্রাম্প বা তার শিবিরের কেউ এই মামলা ও মামলাসংশ্লিষ্ট কোনো আইনজীবী বা তাদের পরিবার নিয়ে জনসমক্ষে কোনো ধরনের মন্তব্য করতে পারবেন না। গত শনিবার নিজের ট্রুথ সোশ্যালে বিচারক মার্কানের বিরুদ্ধে বাকস্বাধীনতা হরণের অভিযোগ তোলেন।