আবহাওয়া বিবেচনায় নিউইয়র্কে খোলা মাঠে ঈদের জামাতের আয়োজন 

ডেস্ক রিপোর্ট
  ০৯ এপ্রিল ২০২৪, ২১:০২

নিউইয়র্ক সিটিতে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে খোলা মাঠে ঈদের নামাজ আদায়ের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আবহাওয়া বিবেচনায় প্রায় ৩'শ ইসলামিক কালচারাল সেন্টার তথা মসজিদ সমূহের পক্ষ থেকে মসজিদ সংলগ্ন স্কুলের খেলার মাঠ, সিটির পার্কিং লট এবং মসজিদ সংলগ্ন সড়কে খোলা আকাশের নিচে নামাজের অনুমতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আবহাওয়া ভালো থাকলে বিপুল সংখ্যক মুসুল্লীর সমাগম ঘটবে বলে আশা করেছেন তাঁরা।
এদিকে ঈদুল ফিতরের দিন বুধবার কর্মদিবস হওয়ায় এবং কাজের সময়সূচির ভিন্নতা বিবেচনায় মসজিদ ও ঈদগা কমিটিগুলো সর্বোচ্ছ ৫টি জামায়াতের আয়োজন করা হয়েছে। জামায়াতের স্থানগুলোর সমানের সড়কে গাড়ি পার্কিং না করতে এনওয়াইপিডির পক্ষ থেকে সতর্কতামূলক প্রচার পত্র লাগানো হয়েছে। রয়েছে পুলিশের টহলও।  
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রুকলিনের কেনসিংটনে (চার্চ-ম্যাকডোনাল্ড) চার্চ এভিনিউ ও এভিনিউ সি'র মধ্যবর্তী ম্যাকডোনাল্ড এভিনিউতে সড়কের ওপর সকাল সাড়ে ৮টায় বৃহত্তম ঈদের জামায়াতের আয়োজন করেছে বায়তুল জান্নাহ জামে মসজিদ। তবে; বৃষ্টি থাকলে সকাল পৌনে ৭টা থেকে প্রতি আধঘন্টা পর পর ৫টি জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি ওমর ফারুক মাসুদ।
ব্রংকস্রে পার্কচেষ্টারে বাংলাবাজার জামে মসজিদের পক্ষ থেকে মসজিদ সংলগ্ন পিএস ১০৬ স্কুলের প্লে-গ্রাউন্ডে খোলা আকাশের নিচে সকাল ৮টায় এবং ৮টা ৪৫ মিনিটে দুটি ঈদের জামায়াতের আয়োজন করা হয়েছে। বৃষ্টি থাকলে মসজিদের অভ্যন্তরে সকাল ৮টায় প্রথম জামাত, ৮টা ৪৫ মিনিটে ২য় জামাত এবং সোয়া ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের রাজধানীখ্যাত জ্যাকসন হাইটস্ এর ডাইভারসিটি প্লাজায় মোহাম্মদী সেন্টারের পরিচালনায় খোলা মাঠে ঈদের জামায়াতের আয়োজন করেছে নিউইয়র্ক ঈদগাঁ কর্তৃপক্ষ। গত একযুগ ধরে এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানিয়েছেন ঈদগাঁর দায়িত্বশীল ইমাম কাজী কাইয়ুম। তিনি জানান, সকাল ৭,৮,৯,১০ ও ১১টায় মোট ৫টি জামায়াত অনুষ্ঠিত হবে এখানে।
ওজন পার্কের ফুলতলী জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন ও সেক্রেটারি মোহাম্মদ জামাল উদ্দিন জানিয়েছেন ১০১ এভিনিউ ও ৮৩ স্ট্রিটে অবস্থিতি পিএস ৬৪ স্কুলের মাঠে মসজিদের পক্ষ থেকে সকাল সাড়ে ৮টায় ঈদেও জামায়াতের আয়োজন করা হয়েছে। বৃষ্টি থাকলে মসজিদের অভ্যন্তরে সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টায় এবং সাড়ে ৯টায় মোট তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে।
কুইন্সের ওজনপার্কের লিবার্টি ও ৮৯ স্ট্রিটের কর্ণারে অবস্থিত বায়তুন জামে মসজিদের পক্ষ থেকে মসজিদের সামনের সড়কে ঈদের জামায়াতের আয়োজন করা হয়েছে সকাল সাড়ে ৮টায়। পুরুষরা খেলা আকাশের নিচে এবং মসজিদের অভ্যন্তরে মহিলাদের জন্য ব্যাবস্থা থাকবে বলে জনিয়েছেন মসজিদের সভাপতি রুহুল আম্বিয়া সুমন। বৃষ্টি থাকলে মসজিদের অভ্যন্তরে দুটি জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় এবং সকাল সাড়ে ৮টায়।
ব্রুকলিনের নিউকার্কের হযরত বেলাল (রাঃ) মসজিদে সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টায় এবং সাড়ে ৯টায় মোট তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে। এরমধ্যে সাড়ে ৯টার জামায়াতে পুরুষদের পাশাপাশি মহিলারাও অংশ নিবেন।
ব্রুকলিনের্ ২১৩৫ পিটকিন এভিনিউস্থ মসজিদ আন-নামিরাহ্ কর্তৃপক্ষ সকাল ৯টায় খোলা আকাশের নিচে ঈদের জামায়াতের আয়োজন করেছে মসজিদের সামনের সড়কে। যদি বৃষ্টি হয় তাহলে মসজিদের ভেতরে সকাল ৮টায় ও ৯টায় দুটি জামায়াত অনুষ্ঠিত হবে।
নগরীর অন্যতম বৃহত্তম মসজিদ ম্যানহাটনের নাইনটিসিক্স স্ট্রিট ও সেকেন্ড এভিনিউর কর্ণারে অবস্থিত দ্যা ইসলামিক কালচারাল সেন্টারের মসজিদে সকাল ৮,৯,১০,১১ এবং সাড়ে ১১টায় মোট ৫টি জামায়াত অনুষ্ঠিত হবে জানানো হয়েছে। এখানে যথারীতি মহিলাদের নামাজের ব্যাবস্থা রয়েছে।
৭২২ চার্চ এভিনিউস্থ ব্রুকলিন ইসলামিক সেন্টারের (বিআইসি) উদ্যোগে ক্যাটন এভিনিউি এবং আরগেইল রোড'র কর্ণারে অবস্থিত প্রসপেক্ট পার্ক প্যারেড গ্রাউন্ড মাঠে ঈদের জামায়াতের আয়োজন করা হয়েছে সকাল ৮টা ৪৫ মিনিটে। তবে; বৃষ্টি থাকলে মসজিদের অভ্যন্তওে সকাল ৭টা ১৫ মিনিট, সকাল ৮টায় এবং সকাল ৮টা ৪৫ মিনিটে মোট ৩টি জামায়াত অনুষ্ঠিত হবে।
২০৩ ফরবেল স্ট্রিটস্থ মসজিদ আমানের পক্ষ থেকে গ্রান্ড সাবওয়ে সংলগ্ন পার্কিং লটে ঈদের জামায়াত আয়োজনের চেষ্টা চলছে। শেষ পর্যন্ত অনুমতি পাওয়া গেলে সেখানে সকাল সাড়ে ৮টায় জামায়াত অনুষ্ঠিত হবে। নাহয় সকাল ৮টায় ও ৯টায় দুটি জামায়াত অনুষ্ঠিত হবে মসজিদের অভ্যন্তরে। এমটি জানিয়েছেন বর্তমান সহ-সভাপতি ও সাবেক সেক্রেটারি শরিফ উদ্দিন।
এদিকে ঈদ জামায়াত আয়োজনের স্থানগুলো ঘুরে দেখা গেছে মুসুল্লীদের সুবিধার্থে বুধবার ঈদ জামায়াতের স্থলে কোন গাড়ি পাকিং করা না হয় সেজন্য নগর পুলিশের সংশ্লিষ্ট প্রিসেন্টের পক্ষ থেকে সরবরাহকৃত নো-পাকিং সাইন লাগানো হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশের টহলও। মসজিদ পরিচালনা কমিটির সাথেও পুলিশের নিবিড় যোগাযোগ রয়েছে বলে মসজিদ কমিটির নেতৃবৃন্দ জানিয়েছে।