এবার বাল্টিক অঞ্চলে সামরিক অনুশীলনে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  ০৭ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৪

রাশিয়া ও চীনের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই এবার বাল্টিক অঞ্চলে সামরিক অনুশীলন শুরু করেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের যৌথ সামরিক মহড়ার পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। ২০ বছর পর অনুশীলনে অংশ নিয়েছে মার্কিন রণতরি ইউএসএস কেয়ারসার্জ। এদিকে শনিবারও (৩ সেপ্টেম্বর) যৌথ মহড়ায় দিনভর যুদ্ধজাহাজ, ট্যাঙ্কার ও আধুনিক যুদ্ধ সরঞ্জামের মাধ্যমে নিজেদের শক্তির জানান দেয় মস্কো-বেইজিং। খবর বিবিসি।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, চীন ও রাশিয়ার সামরিক মহড়ায় প্রথম খেকেই উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। দেশ দুটির এমন তৎপরতার পাল্টা ব্যবস্থা হিসেবে বাল্টিক অঞ্চলে সামরিক অনুশীলন শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করেই এ অনুশীলন চলছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। ২০ বছর পর অনুশীলনে অংশ নিয়েছে মার্কিন রণতরি ইউএসএস কেয়ারসার্জ।
এদিকে একের পর এক রকেট আর গোলা হামলায় কেঁপে উঠছে রাশিয়ার সাখালিন দ্বীপ। এখানে ভোস্তক ২০২২ নামে বার্ষিক সামরিক মহড়ায় অংশ নিয়েছে চীন ও রাশিয়া। দুর্গম পাহাড় কিংবা জঙ্গলে কীভাবে স্থলপথে শত্রুপক্ষকে ঘায়েল করা যায়, সেই কৌশল রপ্ত করছে দুই দেশের সামরিক বাহিনী।
মহড়ায় দুই দেশের ৫০ হাজারের বেশি সেনা সদস্য ৫ হাজার সামরিক সরঞ্জাম ছাড়াও ১৪০টি যুদ্ধবিমান এবং ৬০টি সামরিক জাহাজ অংশ নিয়েছে। সাইবেরিয়ার পূর্বাঞ্চল, রাশিয়ার উত্তর-পূর্বাঞ্চল এবং জাপান সাগরের উত্তরাঞ্চলজুড়ে বিশাল এ যৌথ সামরিক মহড়া চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। চীন ছাড়াও ভারত ও সিরিয়াসহ অন্তত ১৫টি দেশ এ মহড়ায় অংশ নেয়ার কথা রয়েছে।
রুশ সামরিক বাহিনী কমান্ডার আলেক্সজান্ডার বোগাত্রেভ বলেন, ‘এই অনুশীলনটি আমাদের জন্য খুবই কঠিন ছিল। তবে সেটি আমরা সাফল্যের সঙ্গে শেষ করেছি। সবকিছু ঠিকঠাক ছিল। আমাদের এই মহড়ার উদ্দেশ্য সফল হয়েছে। খুবই ভালো লাগছে।’
এ মাসের শুরুর দিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে তারা এ সামরিক মহড়ায় অংশ নেবে। এদিকে যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপে সিউলের সঙ্গে যৌথ মহড়া চালালেও এবার রুশ-চীন অনুশীলনের ঘটনায় ঠিকই উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন।