নিউ ফ্যামিলি হোম ভিজিট ইনিশিয়েটিভের উদ্যোগে হোম ভিজিটের মাধ্যমে ১২ হাজারের বেশি পরিবারকে পরিষেবা দেওয়া হয়েছে। নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস এবং সিটি ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড মেন্টাল হাইজিন কমিশনার ড. অশ্বিন ভাসান গত ১৩ মে সোমবার এ ঘোষণা করেছেন।
তারা জানান, দুই বছর আগে দৌলা ও মিডওয়াইফারি পরিষেবাগুলোতে অ্যাক্সেস সম্প্রসারণের পর থেকে নিউ ফ্যামিলি হোম ভিজিট ইনিশিয়েটিভের হোম ভিজিটের মাধ্যমে ১২ হাজারের বেশি পরিবারকে মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়েছে। ৩৪ মিলিয়ন ডলারের উদ্যোগটি নার্স, দৌলা, ল্যাক্টেশন কনসালট্যান্ট বা কমিউনিটি হেলথ ওয়ার্কারের মতো প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের নতুন বা প্রত্যাশিত মা-বাবার বাড়ি ব্যক্তিগতভাবে বা ভার্চুয়াল পরিদর্শন করার মাধ্যমে তাদের সহায়তা ও পরিষেবা দিয়ে থাকে। পরিষেবার মধ্যে রয়েছে- গর্ভাবস্থায় বা প্রসবের পরেই নবজাতক ও মাতৃস্বাস্থ্যের প্রয়োজনীয়তা সনাক্ত, প্রসবের জন্য পরিবারকে প্রস্তুত করা এবং পরিবারগুলোকে মা, শিশু ও পরিবারের মঙ্গলের জন্য প্রয়োজনীয় পরিষেবাগুলোর সাথে সংযুক্ত করা। নিউ ফ্যামিলি হোম ভিজিট ইনিশিয়েটিভের মধ্যে রয়েছে নবজাতকের হোম ভিজিট প্রোগ্রাম, নার্স-ফ্যামিলি পার্টনারশিপ এবং সিটিওয়াইড দৌলা ইনিশিয়েটিভ।
২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় সাড়ে ৯ হাজার পরিবারকে নবজাতকের হোম ভিজিট প্রোগ্রাম, ১,২০০টি নার্স-ফ্যামিলি পার্টনারশিপ এবং ১,৯০০টি পরিবারকে সিটিওয়াইড দৌলা ইনিশিয়েটিভ দ্বারা সেবা দেওয়া হয়েছে। সব নিউইয়র্কবাসীর গড় আয়ু বাড়ানোর উচ্চাভিলাষী পরিকল্পনার অংশ হিসেবে নিউইয়র্ক সিটি হেলদিএনওয়াইসি-এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে কৃষ্ণাঙ্গ মাতৃমৃত্যুর হার ১০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। এই মাইলফলকটি পাঁচটি বরোজুড়ে স্বাস্থ্যকর পরিবার ও কমিউনিটি গড়ে তোলার জন্য অ্যাডামস প্রশাসনের অব্যাহত প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে।
মেয়র অ্যাডামস বলেন, দায়িত্ব গ্রহনের প্রথম দিন থেকেই আমাদের প্রশাসন প্রত্যাশিত পরিবারকে সমর্থন করতে এবং মাতৃমৃত্যু মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ। সংখ্যা স্পষ্ট: শ্বেতাঙ্গ নিউইয়র্কবাসীর তুলনায় কৃষ্ণাঙ্গ নিউইয়র্কবাসীর গর্ভাবস্থা-সম্পর্কিত মৃত্যুর ঝুঁকি চারগুণ বেশি। আমাদের প্রশাসন জন্মগত সমতা বৃদ্ধির জন্য পদক্ষেপ নিয়েছে। এজন্য শহরব্যাপী দৌলা প্রোগ্রাম সম্প্রসারিত, মাতৃস্বাস্থ্যকে শক্তিশালী করার জন্য বিলের প্যাকেজ স্বাক্ষর এবং ২০৩০ সালের মধ্যে কৃষ্ণাঙ্গ মাতৃমৃত্যুর হার ১০ শতাংশ কমানোর উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দৌলা, ল্যাকটেশন কনসালটেন্ট ও নার্স ভিজিট উদ্যোগ সম্পসারণের পর আমরা নিউইয়র্ক সিটিজুড়ে ১২ হাজারের বেশি পরিবারকে এমন পরিষেবাগুলোর সাথে সংযুক্ত করতে পেরে গর্বিত। শিশুরা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ এবং শুরু থেকেই তাদের ও তাদের পরিবারগুলোতে বিনিয়োগ করে আমরা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর শহর গড়ে তুলতে চাই।
স্বাস্থ্য ও মানব সেবা ডেপুটি মেয়র অ্যান উইলিয়ামস-ইসম বলেন, আজকের ঘোষণাটি আমাদের মাতৃস্বাস্থ্য ব্যবস্থাকে পুনর্নির্মাণ করার জন্য আমাদের দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতি প্রদর্শন করে যাতে দৌলা, স্তন্যদান বিশেষজ্ঞ ও অন্যদেরসহ একটি বৃহত্তর পরিচর্যা দলকে নিযুক্ত করতে প্রতিটি প্রত্যাশিত ব্যক্তি ও পরিবারকে তাদের পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানানোর আগে ও পরে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা যায়।
তাছাড়া, আমরা ২০৩০ সালের মধ্যে কৃষ্ণাঙ্গ মাতৃমৃত্যুর হার ১০ শতাংশ কমাতে হেলদিএনওয়াইসি-এর মাধ্যমে একটি লক্ষ্য নির্ধারণ করেছি। কারণ নিউইয়র্ক সিটিতে শ্বেতাঙ্গ মহিলাদের তুলনায় কৃষ্ণাঙ্গ মহিলাদের গর্ভাবস্থায় মৃত্যুর ঝুঁকি চারগুণ বেশি। আমরা এই ইক্যুইটি ফাঁকগুলো বন্ধ করতে এবং প্রতিটি পরিবারকে তাদের উন্নতির জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যকর, সহায়ক ভিত্তি দেওয়ার কাজ চালিয়ে যাব।