তিন দিনব্যাপী ৪২তম বার্ষিক হ্যামট্রাম্যাক লেবার ডে ফেস্টিভ্যালের শেষ দিন গত সোমবার জমকালো প্যারেড অনুষ্ঠিত হয়। হ্যামট্রাম্যাক সিটির বিভিন্ন জাতিগোষ্ঠির কয়েক হাজার মানুষ তাদের নিজস্ব কৃষ্টি কালচার নিয়ে উপস্থিত হন শহরের জোসেফ ক্যাম্পাউর রাস্তায়।
অনুষ্টিত এই প্যারড ১৯৮০ সাল থেকে মিশিগানের হ্যামট্র্যাম্যাক সিটিতে ঐতিহাসিক লেবার ডে নামে পালিত হয়ে আসছে।
প্যারডে বাংলাদেশিরা লুঙ্গি, পাঞ্জাবি, ও গামছা পড়ে উৎসবমুখর পরিবেশে অংশ নেন। বাদ পড়েনি বাংলাদেশি জনপ্রিয় বাহন রিকশা। এছাড়া গাড়ির বহরে এবং অনেকের হাতে ছিল লাল সবুজের পতাকা। নারী, পুরুষ, শিশুরা নানা রঙের বাংলাদেশি পোশাকে পরে প্যারেডে অংশ নেন। অনেকের হাতে দেখা গেছে বাঁশি সেই সঙ্গে নাচ গানে মাতোয়ারা ছিলেন সবাই।
ব্যাবসায়ী গিয়াস তালুকদারের তত্বাবধানে লেবার ডে প্যারেডে অংশগ্রহণ করেন মিশিগানে বসবাসরত বাংলাদেশিরা। যেটি কিনা বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য অনেক সন্মান এবং গর্বের।
লেবার ডে ফেস্টিভ্যালে এ পি আই ভোট মিশিগানের পক্ষ থেকে বিনামূল্য ৫০০ বাচ্চাদের জন্য স্কুল সামগ্রী বিতরণ করেন। এই সময় উপস্তিত ছিলেন এ পি আই ভোট মিশিগানের নির্বাহী পরিচালক রেবেকা ইসলাম, বোর্ড সদস্য বিলাল হ্যামন্ড, রুবিনা ইসলাম, ওয়ারেন সিটির সাংস্কৃতিক কমিশনার শিমা বেগম, ইমাম আরিফ হুসকিসহ অনেকে।
তিনদিন ব্যাপী এবারের ফেস্টিভ্যালের নানা আয়োজনে ছিল বর্নাঢ্য প্যারেড, নৌকা রেস, কুস্তি, রাইড, বিভিন্ন ধরনের দেশি-বিদেশি খাবারের সঙ্গে ছিলো মনোমুগ্ধকর গান বর্নাঢ্য আয়োজন।