বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নিজের একটি কোম্পানি দান করেছেন আমেরিকান পোশাক ব্র্যান্ড পাতাগোনিয়ার প্রতিষ্ঠাতা ইভন চৌইনার্ড।
হোল্ডফাস্ট কালেক্টিভ নামে পরিবেশ নিয়ে কাজ করা একটি ট্রাস্টের কাছে তার কোম্পানির সম্পত্তি দান করেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির খবরে বলা হয়, ‘পৃথিবী এখন আমাদের একমাত্র শেয়ারহোল্ডার’ শিরোনামে লেখা একটি চিঠিতে চৌইনার্ড এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন।
চিঠিতে ইভন চৌইনার্ড লিখেছেন, পাতাগোনিয়ার মালিকানা এখন হোল্ডফাস্ট কালেক্টিভ নামের একটি ট্রাস্টের অধীন। এটি জলবায়ুর প্রভাব থেকে প্রকৃতি ও পরিবেশকে রক্ষার জন্য নিবেদিত। তবে কোম্পানির নেতৃত্বের কোনো পরিবর্তন হয়নি।
‘যদিও আমরা পরিবেশগত সংকট মোকাবিলায় যথাসাধ্য চেষ্টা করছি, এটি যথেষ্ট নয়। প্রতিবছর ব্যবসায় পুনঃবিনিয়োগের পর যে অর্থ পাওয়া যাবে তা থেকে সংকট মোকাবিলায় লভ্যাংশ হিসেবে দান করা হবে।’
ধরিত্রী দিবসের সমন্বয়কারী ও বুলিট ফাউন্ডেশনের সিইও ডেনিস হেইস বলেন, চৌইনার্ড একজন কঠোর পরিবেশবাদী ছিলেন। তার উল্লেখযোগ্য উদাহরণ পাতাগোনিয়া। তারা এটিকে এমন কাঠামোর মধ্যে রেখেছেন যা তার জীবদ্দশায় প্রাতিষ্ঠানিক করে তুলবে।