প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪

বাইডেনকে নিয়ে আবারও বিভক্ত ডেমোক্রেটরা!

ডেস্ক রিপোর্ট
  ১১ জুলাই ২০২৪, ১৩:৫২

গত মঙ্গলবার ক্যাপিটল হিলে ডেমোক্রেট আইনপ্রনেতাদের মাঝে রীতিমতো বাকযুদ্ধ হয়েছে। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে বাইডেনের সরে যাওয়া নিয়ে সিন্টে ও হাউজ ডেমোক্রেটরা এখন দ্বিধাবিভক্ত। সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়ার শিরোনাম ও শীর্ষ সংবাদ অনুযায়ী ‘চলতি সপ্তাহ বাইডেনের জন্য চরম সংকটকময়।’ সিএনএন তাদের এক রিপোর্টে বলেছে যে, গত মঙ্গলবার ছিল বাইডেনের রাজনৈতিক ভবিষ্যতের জন্য ভাঙাগড়ার মতো। প্রেসিডেন্ট বাইডেন অবশ্য গত সোমবার হোয়াইট হাউজ থেকে এক চিঠিতে তার ডেমোক্রেট সহযোগীদের পরিস্কার জানিয়ে দিয়েছেন যে, তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াচ্ছেন না।
চিঠিতে প্রেসিডেন্ট বাইডেন লিখেছেন, ‘এখন আমাদের ঐক্যবদ্ধ থাকার সময় এবং এখন আমাদের একটাই কাজ এবং তা হচ্ছে নভেম্বরের নির্বাচনে ট্রাম্পকে পরাজিত করা। প্রেসিডেন্ট বলেন, ‘আমি ট্রাম্পকে পরাস্ত করতে সক্ষম এবং সেজন্য আমি প্রস্তুত। হোয়াইট হাউজ থেকে গত সোমবার কংগ্রেসম্যান ডেমোক্রেটদের উদ্দেশ্যে চিঠি ইস্যু করার পর সেদিন সকালের এমএসএনবিসি’র ‘মর্নিং জো’ শোতে বাইডেন অংশগ্রহণ করেন এবং জোর দিয়ে বলেন, ‘আমি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াচ্ছি না।
এই শো’তে অংশগ্রহণ করার আগে ডেমোক্রেট কংগ্রেসনাল নেতৃত্বকে দেয়া চিঠিতে তিনি যে কথাগুলো ব্যক্ত করেছিলেন, টক শোতে ঠিক একই কথার পুনরাবৃত্তি করেন তিনি। এখানেও বাইডেন বলেন, আমি ট্রাম্পকে পরাজিত তকরতে সক্ষম এবং নভেম্বরের নির্বাচনে সেটাই ঘটতে যাচ্ছে। আমাদের এখন প্রয়োজন ঐক্য এবং আমাদের এখন একটাই কাজ, তা হচ্ছে নভেম্বরের নির্বাচনে ট্রাম্পকে হারানো।
এছাড়া ‘মর্নিং জো’তে প্রেসিডেন্ট বাইডেন ডেমোক্রেট দলীয় এলিট শ্রেনির মৃদু সমালোচনাও করেন। এক প্রশ্নের উত্তরে বাইডেন কিছুটা বিরক্তির সুরে বলেন, আমাকে যারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে বলছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে, আপনাদের সাহস থাকলে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে আমাকে চ্যালেঞ্জ করুন। আমি প্রস্তুত আছি। এদিকে গত মঙ্গলবার সিনেট ডেমোক্রেটদের সভায় প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে গভীর আলোকপাত করা হয়েছে। অন্তত তিনজন সিনেটর তাদের সতীর্থ সিনেটরদের বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন পুন:নির্বাচনে জয়ী হতে পারবেন না।
সিএনএন এর প্রিন্ট ভার্সনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সিএনএন এখানে সিনেটরদের নাম প্রকাশ করেনি। এছাড়া হাউজ ডেমোক্রেট ককাসের সভার পর হাউজ ডেমোক্রেটরা প্রেসিডেন্ট বাইডেনের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখবেন না, সেটা প্রত্যাহার করে নেবেন সে সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকার করে।
উল্লেখ্য, হাউজ ডেমোক্রেটদের সাথে প্রেসিডেন্ট বাইডেনকে নিয়ে প্রচন্ড বিভক্তি। যেসব হাউজ ডেমোক্রেট বাইডেনকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে বলছেন তাদের সংংখ্যা যারা প্রেসিডেন্টকে প্রতিদ্বন্দ্বিতায় থাকতে বলছেন না তাদের চেয়ে বেশি। অবশ্য ডেমোক্রেট ব্ল্যাক ককাস প্রেসিডেন্ট বাইডেনের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখবে বলে ব্যক্ত করেছে। কংগ্রেসম্যান মিকি শিরিল, সর্বশেষ ডেমোক্রেট যিনি প্রেসিডেন্ট বাইডেনকে সরে দাঁড়াতে বলেছেন। হাউজ ডেমোক্রেট ককাসের সভার পর কিছু সংখ্যক ডেমোক্রেট আইন প্রনেতা সিএনএনকে বলেছেন, উপসংহারে আমরা বলেছি, প্রেসিডেন্ট বাইডেনের রাজনৈতিক ভবিষ্যৎ এখন নিয়তির উপর ছেড়ে দেয়া ছাড়া আর কোনো পথ নেই।