আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে বন্দুক হামলা হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই হামলায় ট্রাম্পের কানে গুলি লেগেছে। কার্যত হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। প্রেসিডেন্ট পদপ্রার্থীর নির্বাচনী প্রচারণার সময় এমন রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা। একই সঙ্গে এ ঘটনায় শোক প্রকাশ করে ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন বিশ্বনেতারা ।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র ট্রাম্পের ওপর হওয়া হামলার নিন্দা করেছেন এবং এটিকে রাজনৈতিক সহিংসতা বলে অভিহিত করেছেন।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, গণতন্ত্রকে চ্যালেঞ্জ করে এমন যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে আমাদের দৃঢ়ভাবে দাঁড়াতে হবে।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা লিখেছেন, আমাদের গণতন্ত্রে রাজনৈতিক হিংসার কোনো জায়গা নেই। ঠিক কী ঘটেছে, আমরা এখনো স্পষ্ট করে জানি না। তবে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প যে গুরুতরভাবে জখম হননি, তা জেনে আমরা আশ্বস্ত হয়েছি। নাগরিক হিসেবে আমাদের রাজনীতিকে আরো সম্মান জানানো উচিত। মিশেল (ওবামার স্ত্রী) এবং আমি ট্রাম্পের দ্রুত সুস্থ কামনা করছি।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ লিখেছেন, ট্রাম্পের ওপর এ কাপুরুষোচিত হামলার নিন্দা করছি। তিনি সুস্থ আছেন শুনে আমরা আশ্বস্ত। তৎপরতার জন্য সিক্রেট সার্ভিসের সব কর্মকর্তা প্রশংসা পাওয়ার যোগ্য’।
হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এক্সে তিনি লিখেছেন, ট্রাম্পের ওপর হামলার ঘটনায় আমি উদ্বিগ্ন। আমাদের সমাজে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ট্রাম্পের ওপর হওয়া হামলাকে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান , হামলার ঘটনা দেখে অসনুস্থ বোধ করছেন তিনি। ট্রুডো ট্রুডো আরো বলেন, রাজনৈতিক সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ট্রাম্পের ওপর হওয়া হামলাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন এবং অন্যদেরও এর নিন্দা করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আক্রমণ অবশ্যই রাজনীতিতে গণতন্ত্র এবং সংলাপের সকল রক্ষকদের দ্বারা কঠোরভাবে প্রত্যাখ্যান করা উচিত। আমরা আজ যা দেখলাম তা অগ্রহণযোগ্য।
ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে ট্রাম্পের দ্রুত সুস্থতাও কামনা করেছেন তিনি।
এক্স হ্যান্ডলে মোদি লিখেছেন, আমার বন্ধু আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। গণতন্ত্র এবং রাজনীতিতে হিংসার কোনো জায়গা নেই। তার দ্রুত আরোগ্য কামনা করছি। হামলার ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের জন্য, যারা আহত হয়েছেন তাদের জন্য এবং সর্বোপরি আমেরিকার মানুষের জন্য আমার সমবেদনা রইল।
৭৮ বছর বয়সী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে জানান, তার ডান কানের ওপরের অংশে গুলি লেগেছে এবং অনেক রক্তপাত হয়েছে।
তিনি আরো জানান, তার প্রচারণা বলেছে যে তিনি ভাল করছেন।
ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে হাসপাতাল থেকে মুক্তি দেয়া হয়েছে।
সমাবেশে গুলিতে আরো দুই দর্শক আহত হয়েছেন বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। একটি সূত্র আন্তর্জাতিক গণ্যমাধ্যম রয়টার্সকে বলেছে, হামলার ঘটনাটি একটি হত্যা প্রচেষ্টা হিসাবে তদন্ত করা হচ্ছে।
মূলত আগামী নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন হবে যুক্তরাষ্ট্রে। সেই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্রাম্প। নির্বাচনের প্রচারে শনিবার (১৪ জুলাই) বাটলার শহরে গিয়েছিলেন তিনি।
সেখানে অস্থায়ী মঞ্চে বক্তব্য দিতে ওঠার পরই একপর্যায়ে এই হামলার ঘটনা ঘটে।