যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সেপ্টেম্বরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় বারের মত বিতর্কে অংশ নেয়ার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
সোমবার (১৫ জুলাই) এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘সেপ্টেম্বরে আমি তার সঙ্গে বিতর্ক করতে যাচ্ছি।’
তিনি আরো বলেছেন, ‘পূর্বের বিতর্কের মত কিছু করার পরিকল্পনা তার নেই।’
প্রসঙ্গত, গেল মাসে ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কে ব্যর্থতার জন্যে তীব্রভাবে সমালোচিত হচ্ছেন বাইডেন। তার নিজ দল ডেমোক্রেট থেকেও তার প্রার্থিতা প্রত্যাহারের জন্যে চাপ তৈরি হয়েছে।