যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন

মনোনয়নপত্র জমা দিলেন কমলা হ্যারিস

ডেস্ক রিপোর্ট
  ২৮ জুলাই ২০২৪, ১১:২১

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রার্থী হিসেবে কমলা হ্যারিস নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে এই পদে তার নাম ঘোষণা করেছিলেন সাবেক মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি।
মনোনয়ন জমা দেওয়ার পর এক্স হ্যান্ডলে এ খবর জানিয়ে কমলা লিখেছেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ফর্মগুলোতে স্বাক্ষর করেছি। আমি প্রতিটি ভোট অর্জনের জন্য কঠোর পরিশ্রম করব। আর নভেম্বরে আমাদের জনগণের শক্তিতে বলীয়ান প্রচারই জয়ী হবে।’
এদিকে বাইডেন সরে দাঁড়ানোর পর ট্রাম্পের ওপর যে চাপ বাড়ছে সেদিকে ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক পরিচালিত জরিপগুলো। সম্প্রতি দেখা গেছে, এক জরিপে ট্রাম্পকে পেছনে ফেলে দিয়েছেন কমলা। ইপসসের নতুন ঐ জরিপে দেখা গেছে,  ট্রাম্প পেয়েছেন ৪২ শতাংশ ভোট। তার বিপরীতে কমলা পান ৪৪ শতাংশ।
তার আগের সপ্তাহের জরিপে দুই জনই ৪৪ শতাংশ সমর্থন পেয়ে একই অবস্থান অর্জন করেন।  স্বাভাবিকভাবেই ধারণা তৈরি হয়েছে, ট্রাম্পকে হারানোর মতো শক্তিশালী প্রার্থী হতে যাচ্ছেন কমলা। এ পরিস্থিতিতেই এবার মনোনয়ন জমা দিলেন কমলা।