নিউইয়র্ক সিটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হার বৃদ্ধি পেয়েছে এবং আশংকা করা হচ্ছে যে চলতি বছর সড়ক দুর্ঘটনা নিহতের সংখ্যা অতীতের বছরগুলোকে ছাড়িয়ে যাবে। সিটির ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনের এক পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সিটিতে সড়ক দুর্ঘটনায় ৬১ জন পথচারী নিহত হয়েছে।
গত বছরের প্রথম ছয় মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিল ৪৮ জন। করোনা মহামারীর সময়ে সিটিতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা লক্ষ্যণীয়ভাবে হ্রাস পেয়েছিল এবং ২০২০ সালে নিহতের সংখ্যা ছিল সবচেয়ে কম। বর্তমানে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বৃদ্ধি পাওয়া সম্পর্কে বিশেষজ্ঞদের অভিমত হচ্ছে, বেপরোয়া গাড়ি চালানোর কারণে সিটিতে সড়ক দুর্ঘটনা বাড়ছে।
ট্রান্সপোর্টেশন অল্টারনেটিভস নামে একটি ট্রানজিট অ্যাডভোকেসি গ্রুপের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের রিপোর্টে বলা হয়েছে যে, ২০২৪ সালের প্রথম তিন মাসে নিউইয়র্ক সিটিতে সড়ক দুর্ঘটনার চিত্র পূর্ববর্তী ১০ বছরের যেকোনো বছরের প্রথম তিন মাসে নিহতের সংখ্যার চেয়ে বেশি। গ্রুপটির সাম্প্রতিক রিপোর্টে দেখা যায় যে সিটি প্রশাসন ২০২৪ সালে সড়ক দুর্ঘটনা কমাতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার পরও দুর্ঘটনা হ্রাস পাওয়ার পরিবর্তে বেড়েছে।
গ্রুপটি অনুমান করেছে যে সিটির “ভিশন জিরো’র মূল লক্ষ্য ছিল “পরিবহন দুর্ঘটনা’ এবং তারা টার্গেট করেছিল ২০২৪ সাল হবে স্বল্প সড়ক দুর্ঘটনার দৃষ্টান্তমূলক একটি বছর হবে। গত সপ্তাহে স্ট্রিট ওয়ার্স সিরিজ উল্লেখ করেছে যে, গত ৩০ বছরে নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হ্রাস পেয়েছে। ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় ২৬৫ জন নিহত হয়েছিল, যা ২০০০ সালে ছিল ৩৮১ এবং ১৯৯০ সালে ছিল ৭০১ জন।