যুক্তরাষ্ট্রের নির্বাচন-পরবর্তী উত্তর কোরিয়ার পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক
  ০২ আগস্ট ২০২৪, ২৩:৪১

আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে ক্রমশ জনপ্রিয়তা হারানো বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তার জায়গায় ডেমোক্র্যাট প্রার্থী হয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বিপরীতে, গুলি খেয়েও দৃঢ়ভাবে লড়ে চলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে, ট্রাম্প নির্বাচিত হলে বিশ্ব রাজনীতির অনেক সমীকরণ পাল্টে যেতে পারে। খবর রয়টার্সের।
বিশ্ব রাজনীতির পরিবর্তনের প্রধান প্রেক্ষাপট হিসেবে আলোচিত হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর মধ্যেই ট্রাম্প নির্বাচিত হলে চাঞ্চল্যকর এক পদক্ষেপের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। পরমাণু শক্তিধর এই দেশটি বরাবরই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের প্রধান শত্রু হিসেবে মনে করে। তবে ট্রাম্পকে তারা ব্যতিক্রম হিসেবে দেখে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও পরমাণু আলোচনা শুরু করতে চায় উত্তর কোরিয়া। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যাওয়া এক ঊর্ধ্বতন উত্তর কোরিয়ান কূটনীতিক এ তথ্য দিয়েছেন। গত মাসে কিউবা থেকে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যান কূটনীতিক রি ইল কিউ। ২০১৬ সালের পর, এটিই সর্বোচ্চ কোনো সরকারি কর্মকর্তার উত্তর কোরিয়া থেকে পলায়নের ঘটনা।
এই কূটনীতিক জানান, রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রকে নিজেদের পররাষ্ট্রনীতির সর্বোচ্চ পর্যায়ে রাখতে চাইছে উত্তর কোরিয়া। রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের সময় ট্রাম্প নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের সঙ্গেও কূটনৈতিক বোঝাপড়া শক্তিশালী করতে চায় পিয়ংইয়ং।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে মূলত নিজেদের অস্ত্র উৎপাদন কার্যক্রম থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার, সন্ত্রাসবাদে মদদদাতা রাষ্ট্র হিসেবে নিজেদের নাম প্রত্যাহার এবং অর্থনৈতিক সাহায্য গ্রহণের মতো সুবিধা পেতে চায় উত্তর কোরিয়া। এমনটাই জানিয়েছেন কূটনীতিক রি ইল কিউ। এর আগেও, এই দাবি-দাওয়ার ভিত্তিতে ২০১৯ সালে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত একটি বৈঠক পণ্ড হয়ে যায়।
ট্রাম্প ও কিমের মধ্যকার সেই বৈঠক পণ্ড হওয়ার জন্য উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের আন্তর্জাতিক জ্ঞান, কূটনীতি এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে অজ্ঞতাকে দায়ী করেন কূটনীতিক রি ইল কিউ। তবে এবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুটা শক্তিশালী অবস্থান গ্রহণ করবে বলে মনে করেন এ কূটনীতিক। তিনি মনে করছেন, পরবর্তী চার বছরের জন্য কিছু না দিয়ে উত্তর কোরিয়াকে নিষেধাজ্ঞার জালে বেঁধে রাখাটা ট্রাম্পের জন্য সহজ হবে না।