রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রের এনভিডিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  ০৪ অক্টোবর ২০২২, ১৪:০১

রাশিয়ায় ব্যবসা গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া। কোম্পানিটি জানিয়েছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সৃষ্ট প্রেক্ষাপটে তাদের আর কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।এ বছরের শেষ নাগাদ তারা রাশিয়া থেকে চলে যাচ্ছে। এ খবর দিয়েছে ইউরো নিউজ।
খবরে জানানো হয়েছে, অনেক আগেই রাশিয়া ছাড়ার ঘোষণা দিয়েছিল এনভিডিয়া। তবে তাদের কর্মী এবং কর্মীদের পরিবারের কথা ভেবে সেটি দীর্ঘায়িত করে তারা। কিন্তু যুদ্ধ পরিস্থিতির উন্নতি না হওয়ায় এখন একেবারেই চলে যাওয়ার ঘোষণা দিলো চিপ উৎপাদনকারী কোম্পানিটি। মস্কোর বিরুদ্ধে আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞার কারণে এমনিতেও সেখানে পণ্য বিক্রিতে সমস্যা হচ্ছিল এনভিডিয়ার। এর মোট আয়ের ২ শতাংশ আসতো রাশিয়া থেকে।
এনভিডিয়া জানিয়েছে, রাশিয়ায় তাদের কর্মীরা যদি চায় তাহলে অন্য দেশের কার্যক্রমে তারা এসে যুক্ত হতে পারবে। বর্তমানে রাশিয়ার অফিসে তাদের প্রায় ৩০০ কর্মী রয়েছে। গত ৩০ সেপ্টেম্বরই কর্মীদের বিষয়টি জানিয়ে দিয়েছে এনভিডিয়া।