যুক্তরাষ্ট্রে এমন অনেক মানুষ আছেন, যারা বার্ধক্যজনিত নানা রোগব্যাধিতে ভুগছেন, কিংবা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। আবার অনেকে আছেন, যারা স্বল্পশিক্ষিত কিংবা অশিক্ষিত। শারীরিক ও মানসিক অক্ষমতা কিংবা লেখাপড়া না জানার কারণে অথবা স্বল্পশিক্ষিতরা ভালোভাবে ইংরেজি বুঝতে, বলতে ও লিখতে না পারায় তারা সিটিজেনশিপ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন না। এসব কারণে অনেকেই ভয়ে সিটিজেনশিপের আবেদনই করতে চান না। তারা মনে করেন, পরীক্ষা দিলে উত্তীর্ণ হতে পারবেন না। এসব ব্যক্তি যাতে সহজেই সিটিজেনশিপ পেতে পারেন, সে জন্য নতুন নিয়ম চালু করেছে ইউএসসিআইএস। এখন থেকে উপযুক্ত কারণ দেখিয়ে এসব ব্যক্তি বিনা পরীক্ষায় সিটিজেনশিপের আবেদন করে নাগরিকত্ব পাবেন। আগে অন্য সবার মতো তাদের ক্ষেত্রেও সিটিজেনশিপের ফরম অনেক জটিল ছিল। এখন সেই ফরম সহজ করা হয়েছে। এর ফলে বয়স্ক, প্রতিবন্ধী ও অশিক্ষিত ব্যক্তিদের অনেকেই এখন সিটিজেনশিপ পাওয়ার স্বপ্ন দেখছেন।
ইউএসসিআইএস তাদের এ সংক্রান্ত ফর্ম ও নীতি আপডেট করেছে। এর মাধ্যমে প্রতিবন্ধী ও বয়স্ক আবেদনকারীদের ন্যাচারালাইজেশনের বাধা দূর হয়েছে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) ১৯ অক্টোবর অক্ষম ব্যক্তিদের জন্য মেডিকেল সার্টিফিকেশন ফর্ম এন-৬৪৮-এর সংশোধন করেছে। এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের এক্সিকিউটিভ অর্ডার ১৪০১২-এর অধীনে যুক্তরাষ্ট্রের আইনি অভিবাসন ব্যবস্থায় বিশ্বাস পুনরুদ্ধার করা এবং নতুন আমেরিকানদের জন্য ফর্ম এন-৬৪৮ সংক্ষিপ্ত করা হয়েছে। নতুন নির্দেশিকায় আবেদনকারী এবং চিকিৎসা পেশাদারদের জন্য অতীতের বাধা দূর করা হয়েছে। পাশাপাশি নতুন টেলি হেলথ গাইডলাইন্স করা হয়েছে, যাতে করে আবেদনকারী ও চিকিৎসকদের জন্য যে বাধা রয়েছে, তা দূর হয়।
ইউএসসিআইএসের পরিচালক উর এম জাদ্দো বলেছেন, ফর্ম এন-৬৪৮-এর সংশোধনের মাধ্যমে অশিক্ষিত বা স্বল্পশিক্ষিত, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধীদের চাহিদাগুলোকে আরও ভালোভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। ইউএসসিআইএস একটি এজেন্সি হিসেবে দায়িত্ব¡ পালন করার সময় তা অনুসরণ করবে। তিনি বলেন, এখন থেকে শারীরিক বা বিকাশগত অক্ষমতা বা মানসিক প্রতিবন্ধকতাসহ ন্যাচারালাইজেশন আবেদনকারীরা ইংরেজি এবং সিভিক টেস্ট পরীক্ষা ছাড়াই ফর্ম এন-৬৪৮ ফাইল করতে পারেন। এই ফর্ম একজন মেডিকেল পেশাদার দ্বারা পূরণ করাতে হবে এবং সার্টিফায়েড হতে হবে।
ইউএসসিআইএস বলছে, জনসাধারণের মতামতের ওপর ভিত্তি করে ফর্ম এন-৬৪৮-এর সংশোধন করা হয়েছে। সেখানে এমন প্রশ্ন এবং ভাষা বাদ দেওয়া হয়েছে, যা আবেদনকারীর ওপর বোঝা কমিয়ে দেবে। যেগুলোর ব্যবহারিক উপযোগিতা ছিল না, তা বাদ দেওয়া হয়েছে। যারা ইউএসসিআইএসের উল্লিখিত ক্যাটাগরিতে পড়বেন, তারা নাগরিকত্ব পেতে ফর্ম-৪০০-এর সঙ্গে পরীক্ষার ওয়েভার পাওয়ার জন্য এন-৬৪৮ জমা দেবেন।