মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে ইসরায়েলকে আরও ৩৫০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র। শুক্রবার ( ৯ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, গাজায় ইসরায়েলি যুদ্ধ চলাকালীন, কয়েক মাস আগেই এই অর্থ বরাদ্দ করে মার্কিন কংগ্রেস। সম্প্রতি ইরানের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বাড়তে থাকায় এই অর্থ ছাড় দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন একাধিক কর্মকর্তা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
পররাষ্ট্র দফতর বৃহস্পতিবার রাতেই আইন প্রণেতাদের জানিয়েছে দিয়েছে যে, ইসরায়েলকে বিলিয়ন ডলারের বৈদেশিক সামরিক অর্থ ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন।
এপ্রিলে এ ধরনের একটি বিল পাস করেছিল কংগ্রেস। যেখানে ইসরায়েলের জন্য প্রায় ১৪ বিলিয়ন ডলার আসে সম্পূরক তহবিল থেকে। বিদেশি সামরিক অর্থায়ন কর্মসূচির মাধ্যমে এই অর্থ ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে উন্নত অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম কিনতে ব্যবহার করতে পারে।
তবে অবিলম্বে ৩৫০ কোটি ডলার মূল্যের মার্কিন অস্ত্র পাবে না ইসরায়েল। বরং ইসরায়েলকে যুক্তরাষ্ট্রে তৈরি সিস্টেমগুলো সংগ্রহ করতে হবে যা এখন তৈরি করা হচ্ছে। এছাড়া সম্পূরক তহবিল বিলিয়ন ডলার মূল্যের সরঞ্জামও বরাদ্দ করেছে যা ইসরায়েলে সরাসরি নিজস্ব মজুদ থেকে পাঠাচ্ছে পেন্টাগন।
সম্প্রতি তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়েহ নিহতের পর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর থেকেই ইসরায়েলকে আরও অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে পেন্টাগন।