প্রেসিডেন্ট নির্বাচন-২০২৪

১৯ আগস্ট ডেমোক্রেটিক কনভেনশন শুরু 

ডেস্ক রিপোর্ট
  ১৫ আগস্ট ২০২৪, ১৪:৩৫

আগামী ১৯ আগস্ট সোমবার থেকে শিকাগোর ইউনাইটেড সেন্টারে শুরু হচ্ছে ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশন। চূড়ান্ত হবে ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও তার রানিং মেট টিম ওয়ালজের মনোনয়ন। এই জুটি আগামী নভেম্বরে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ভ্যান্সের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবেন। কনভেনশনের উদ্বোধনী দিবসে প্রেসিডেন্ট জো বাইডেন বক্তৃতা দেবেন। একই দিনে বক্তৃতা করবেন হিলারি ক্লিনটন।
কনভেনশনে প্রায় ৭ হাজার ডেলিগেট অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে অনলাইন ও ফোন ভোটে ডেলিগেটরা কমলা হ্যারিসকে ভোট দিয়ে মনোনীত করেছিল। সেই ভোট গ্রহণ করা হয়েছেল ১ আগস্ট থেকে ৫ আগস্টের মধ্যে। এরও আগে গত মার্চ মাস থেকে জো বাইডেনের মনোনয়ন দেয়া হয়েছিল। কিন্তু গত ২৭ জুন বাইডেন-ট্রাম্প টেলিভিশন বিতর্কে বাইডেন সুবিধা করতে না পায় নিউইয়র্ক টাইমস এক সম্পাদকীয় নিবন্ধে বাইডেনকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে আহবান জানান। একই সঙ্গে ডেমোক্রেট দলীয় প্রভাবশালী তহবিলদাতারাও বাইডেনকে সরে যেতে অনুরোধ জানান। বাইডেন কিছুদিন অনড় অবস্থানে থাকলেও অবশেষে গত ২১ জুলাই তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের পক্ষে তার সমর্থন ব্যক্ত করে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।
এরপর গত ১ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত অনলাইনে ও টেলিফোনে ভোটের মাধ্যমে ডেলিগেটরা কমলা হ্যারিসের মনোনায়ন চূড়ান্ত করে। তখনো তিনি তার রানিং মেটের নাম ঘোষণা করেননি। কনবেনশনে তার ও তার রানিং মেটের মনোনয়ন চূড়ান্ত হবে ভোটের মাধ্যমে। ভোট দেয়ার ক্ষেত্রে ডেলিগেটরা সম্পূর্ণ স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারে। নিয়মানুযায়ী কনভেনশনে ডেলিগেটদের রোলকল করা হবে। এ মুহূর্তে কমলা হ্যারিস ও টিম ওয়ালজ ছাড়া দ্বিতীয় কোনো প্রার্থী নেই।
কোনে ডেলিগেট ভোটদানে বিরত থাকতে চাইলে তার নাম ডাকা হলেও তিনি শুধু তার উপস্থিত থাকার ঘোষণা দেবেন। তাহলেই বুঝে নেয়া হবে যে তিনি ভোটদানে বিরত থাকছেন। কনভেনশনের দ্বিতীয় দিবসে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তৃতীয় দিনে ২১ আগস্ট টিম ওয়ালজকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার পর তিনি মনোনয়ন গ্রহণ করে বক্তৃতা করবেন। এরপর বক্তব্য রাখেবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। শতবর্ষী সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার বার্ধক্যজনিত ব্যাধিতে আক্রান্ত বলে কনভেনশনে উপস্থিত থাকতে পারছেন না। তার পক্ষে বক্তব্য রাখবেন তার নাতি জেসন কার্টার।